৭৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন ইফতিকর আহমেদ ও শান মাসুদ। বিধ্বংসী মেজাজে ব্যাট শুরু করেছিলেনইফতিকর। একের পর এক ছক্কা মারছিলেন। সেই সময় মহম্মদ শামি ও হার্দিকের দুরন্ত স্পেলে ফের ম্যাচে ফেরে ভারত। তবে শেষের দিকে শান মাসুদ ও শাহিন আফ্রিদির ইনিংসে চ্যালেঞ্জিং টোটাল করল পাকিস্তান। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বাবর আজমের দল।
advertisement
ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের হয়ে জোড়া অর্ধশতরান করেন ইফতিকর আহমেদ ও শান মাসুদ। ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন মাসুদ ও ৫১ রান করেন ইফতিকর আহমেদ। ৮ বলে ১৬ করেন আফ্রিদি। ভারতের হয়ে অনবদ্য বোলিং করেন এশিয়া কাপে ক্যাচ মিস করা খলনায়ক বনে যাওয়া অর্শদীপ সিং। ৩ উইকেট নেন তিনি। এছাড়া ৩ উইকেট নেন হার্দিক পান্ডিয়াও। একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার ওমহম্মদ শামির। ভারতের টার্গেট ১৬০ রান।
প্রসঙ্গত, গত টি২০ বিশ্বকাপে দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। এবার বদলা নিতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পেস বোলিং বনাম ভারতীয় ব্যাটারদের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।