TRENDING:

বোলিংয়েই জবাব দিলেন অর্শদীপ, দুরন্ত হার্দিকও, জয়ের জন্য টিম ইন্ডিয়ার টার্গেট ১৬০

Last Updated:

টি-২০ বিশ্বকাপে মেলবোর্নে ভারত-পাকিস্তান মহারণ। প্রথমে ব্যাট করে ১৫৯ রান করল পাকিস্তান। ৩টি করে উইকেট নিলেন অর্শদীপ ও হার্দিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই 'রোলার-কোস্টার'। কখনও ম্যাচ ভারত নিয়ন্ত্রণ করে, তো কখনও আবার পাকিস্তান। মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের মেগা ফাইটে আরও একবার েদখা গেল একই ছবি। প্রথমে অর্শদীপের দুরন্ত বোলিংয়ে ম্যাচের রাশ নেয় ভারত। সেখান থেকে ইফতিকর আহমেদ ও শান মাসুদের ব্যাটে ম্যাচে ফেরে পাকিস্তান।
advertisement

৭৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন ইফতিকর আহমেদ ও শান মাসুদ। বিধ্বংসী মেজাজে ব্যাট শুরু করেছিলেনইফতিকর। একের পর এক ছক্কা মারছিলেন। সেই সময় মহম্মদ শামি ও হার্দিকের দুরন্ত স্পেলে ফের ম্যাচে ফেরে ভারত। তবে শেষের দিকে শান মাসুদ ও শাহিন আফ্রিদির ইনিংসে চ্যালেঞ্জিং টোটাল করল পাকিস্তান। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বাবর আজমের দল।

advertisement

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের হয়ে জোড়া অর্ধশতরান করেন ইফতিকর আহমেদ ও শান মাসুদ। ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন মাসুদ ও ৫১ রান করেন ইফতিকর আহমেদ। ৮ বলে ১৬ করেন আফ্রিদি। ভারতের হয়ে অনবদ্য বোলিং করেন এশিয়া কাপে ক্যাচ মিস করা খলনায়ক বনে যাওয়া অর্শদীপ সিং। ৩ উইকেট নেন তিনি। এছাড়া ৩ উইকেট নেন হার্দিক পান্ডিয়াও। একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার ওমহম্মদ শামির। ভারতের টার্গেট ১৬০ রান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, গত টি২০ বিশ্বকাপে দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। এবার বদলা নিতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পেস বোলিং বনাম ভারতীয় ব্যাটারদের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

বাংলা খবর/ খবর/খেলা/
বোলিংয়েই জবাব দিলেন অর্শদীপ, দুরন্ত হার্দিকও, জয়ের জন্য টিম ইন্ডিয়ার টার্গেট ১৬০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল