এই দুই ব্যাটসম্যান ছাড়াও ভারতীয় দলের হয়ে চার নম্বরে ব্যাট করতে আসা সূর্যকুমার যাদব মাত্র ২৫ বলে ৫১* রানের বিস্ফোরক ইনিংস খেলেন। এদিনের ম্যাচে তার স্ট্রাইক রেট ২০০ ছাড়িয়ে যায়। সূর্যের তেজে তিনি ইনিংসের শেষ বলে ছক্কা মেরে তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের দশম অর্ধশতরান পূর্ণ করেন। এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
advertisement
আরও পড়ুন - ছিল নার্সিংহোমের সিসিটিভি! তাও ডাস্টবিনের পাশ থেকে শিশুভ্রূণ উদ্ধার
এরপর নিজে নিজের এই ছক্কার ভিডিও দেখে মজা নিচ্ছেন তিনি, সেটাই এখন ভাইরাল ভিডিও৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে এখন সূর্যকুমার যাদব আবার নিজের রিঅ্যাকশনও দিয়েছেন৷ একজন ফ্যানের হ্যান্ডেল থেকে শেয়ার হওয়া ভিডিওতে সূর্যকুমার যাদবকে নিজের দুর্দান্ত ছক্কা দেখতে দেখা যাচ্ছে। নিজের বিছানায় শুয়েই ছক্কা হাঁকানোর আনন্দে বুঁদ হয়েছেন৷
যাদবের এই ভিডিও তাঁর ফ্যানরাও বেশ পছন্দ করছেন। সূর্যকুমার যাদব বর্তমানে ভারতীয় দলের মিডল অর্ডারের প্রাণ। বেশ কিছু ম্যাচে তিনিই গেম চেঞ্জার হয়ে ভারতীয় দলকে ম্যাচ জিতিয়েছেন তিনি।