আর্জেন্টাইন ফুটবলের প্রতি ভালোবাসা থেকে ১৭ কেজি ক্ষীর দিয়ে মেসির প্রতিকৃতি তৈরি করেছেন হাওড়ার এক মিষ্টি ব্যবসায়ী। ফুটবল ঘিরে বাঙালির উত্তেজনা বরাবরই তুঙ্গে। তার ওপর এখন চলছে বিশ্বকাপ। হোক না আরব দেশে, তার প্রভাব বঙ্গ জীবনে পড়বে না তা কি হয়! বরাবরের মতো ফুটবল বিশ্বকাপ নিয়ে এবারও চরম উৎসাহ-উদ্দীপনা চলছে পশ্চিমবঙ্গে।
advertisement
আরও পড়ুন - আর্জেন্টিনার ক্লাবেই ফিরছেন মেসি! ছেলেবেলার শহরেই শেষ করবেন ফুটবল জীবন
বাস্তবের মেসিকে দেখতে যখন বিভিন্ন দেশ থেকে মানুষ কাতারে ছুটছেন, তখন হাওড়ার দোকানটিতে ভিড় উপচে পড়ছে ‘মিষ্টি মেসি’কে দেখতে। মালিক আর্জেন্টিনার অন্ধভক্ত কেষ্ট হালদার বলেন, এবার মেসির হাত ধরে বিশ্বকাপ আসবে। সেমিফাইনালে মেসি যেভাবে খেলেছেন, পায়ের জাদু দেখিয়ে দিয়েছেন। আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আমি গর্বিত।
মিষ্টি দিয়ে বিশ্বকাপও বানিয়েছি। বাচ্চারা মা-বাবার হাত ধরে আসছে, মেসিকে দেখছে, ছবি তুলছে, কাপ নিয়ে যাচ্ছে। বাঙালির ফুটবল প্রেম যে মরে যায়নি সেটা যেমন বোঝা যায় ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান খেলার সময়, তেমনই আর্জেন্টিনা এবং মেসির ভক্ত যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলার প্রতিটা জায়গায় এবং অনাবিল ভালোবাসা কতটা হতে পারে সেটা প্রমাণ করে হাওড়ার এই মিষ্টির দোকান।
