TRENDING:

মেসি সন্দেশ, আর্জেন্টিনা রসগোল্লা! হু হু করে বিক্রি হচ্ছে হাওড়ার এই দোকানে

Last Updated:

Sweet shop in Howrah West Bengal makes Lionel Messi statue and Argentina sweets. মেসি সন্দেশ, আর্জেন্টিনা রসগোল্লা! হু হু করে বিক্রি হচ্ছে হাওড়ার এই দোকানে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাওড়ার মন্দিরতলা এলাকার অন্যতম পুরনো মিষ্টির দোকান গন্ধেশ্বরী সুইটস। এমনিতে মোহনবাগানের ভক্ত বলে পরিচিত হাওড়ায় এই দোকানে খেয়েছেন প্রাক্তন অনেক ফুটবলার। মিষ্টি গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও। এবার সেই তালিকায় নাম ঢুকে গেল লিওনেল মেসির। না মেসি অবশ্যই এই দোকানের মিষ্টি খাননি। তাকে পাঠানোও হয়নি।
হাওড়ার মিষ্টির দোকানে চোখ টানছে মেসি সন্দেশ
হাওড়ার মিষ্টির দোকানে চোখ টানছে মেসি সন্দেশ
advertisement

আর্জেন্টাইন ফুটবলের প্রতি ভালোবাসা থেকে ১৭ কেজি ক্ষীর দিয়ে মেসির প্রতিকৃতি তৈরি করেছেন হাওড়ার এক মিষ্টি ব্যবসায়ী। ফুটবল ঘিরে বাঙালির উত্তেজনা বরাবরই তুঙ্গে। তার ওপর এখন চলছে বিশ্বকাপ। হোক না আরব দেশে, তার প্রভাব বঙ্গ জীবনে পড়বে না তা কি হয়! বরাবরের মতো ফুটবল বিশ্বকাপ নিয়ে এবারও চরম উৎসাহ-উদ্দীপনা চলছে পশ্চিমবঙ্গে।

advertisement

আরও পড়ুন - আর্জেন্টিনার ক্লাবেই ফিরছেন মেসি! ছেলেবেলার শহরেই শেষ করবেন ফুটবল জীবন

বাস্তবের মেসিকে দেখতে যখন বিভিন্ন দেশ থেকে মানুষ কাতারে ছুটছেন, তখন হাওড়ার দোকানটিতে ভিড় উপচে পড়ছে ‘মিষ্টি মেসি’কে দেখতে। মালিক আর্জেন্টিনার অন্ধভক্ত কেষ্ট হালদার বলেন, এবার মেসির হাত ধরে বিশ্বকাপ আসবে। সেমিফাইনালে মেসি যেভাবে খেলেছেন, পায়ের জাদু দেখিয়ে দিয়েছেন। আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আমি গর্বিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

মিষ্টি দিয়ে বিশ্বকাপও বানিয়েছি। বাচ্চারা মা-বাবার হাত ধরে আসছে, মেসিকে দেখছে, ছবি তুলছে, কাপ নিয়ে যাচ্ছে। বাঙালির ফুটবল প্রেম যে মরে যায়নি সেটা যেমন বোঝা যায় ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান খেলার সময়, তেমনই আর্জেন্টিনা এবং মেসির ভক্ত যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলার প্রতিটা জায়গায় এবং অনাবিল ভালোবাসা কতটা হতে পারে সেটা প্রমাণ করে হাওড়ার এই মিষ্টির দোকান।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মেসি সন্দেশ, আর্জেন্টিনা রসগোল্লা! হু হু করে বিক্রি হচ্ছে হাওড়ার এই দোকানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল