TRENDING:

সূয়শ শর্মা কোয়লা-র শাহরুখ! কেকেআর তারকার 'ম্যায় হু না' সেলিব্রেশন ভাইরাল

Last Updated:

Suyash Sharma: কোয়েলার শাহরুখ খান! কেকেআর-এর নতুন তারকা সূয়শ শর্মার লুক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ১৪০০ দিন পর ইডেনে ম্যাচ দেখতে এসেছিলেন শাহরুখ খান। কেকেআর বস তিনি। যদিও কেকেআর-এর ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা তাঁকে বস বলেন না। বলেন লিডার। দলের হারে তিনি সবার পাশে থাকেন। আবার দল জিতলে তিনিও দ্বাদশ প্লেয়ার হিসেবে আনন্দে মেতে ওঠেন।
advertisement

কেকেআর কর্ণধারকে ইডেনে জয় উপহার দিয়েছিল তাঁর দলের ক্রিকেটাররা। তাও আবার আরসিবির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। যে দলে বিরাট কোহলি, ডুপ্লেসির মতো তারকারা রয়েছেন। আবার সেই দিনই কেকেআরের নতুন তারকার জন্ম হয়েছিল। সূয়শ শর্মা।

আরও পড়ুন- কোহলি-ধওয়ানদের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার, আইপিএলে প্রথম বিদেশী হিসেবে গড়লেন নজির

এই সূয়শ শর্মাকে অনেকেই চিনতেন না। দিল্লির হয়ে অনূর্ধ্ব ২৫ দলে খেলেছেন। তবে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেননি কখনও এর আগে। কেকেআর তাঁকে দলে নিয়েছিল মাত্র ২০ লাখ টাকায়। সেই সূয়শ যে এমন পারফর্ম করে দেবেন কে জানত!

advertisement

আরসিবির বিরুদ্ধে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন সূয়শ। এদিন গুজরাতের বিরুদ্ধেও তিনি একটি উইকেট পেলেন। অনেকে ভেবেছিলেন, কেকেআর ম্যানেজমেন্ট তাঁকে এদিন গুজরাতের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ দেবে না। তবে সূয়শ খেললেন। তাঁর স্পিন খেলা যে সহজ নয়, সেটা আরও একবার বুঝিয়ে দিলেন।

advertisement

সূয়শের ম্যায় হু না সেলিব্রেশন এখন হিট। আরসিবির বিরুদ্ধে উইকেট পাওয়ার পর তিনি একবার সেই সেলিব্রেশন করেছিলেন। হাবভাবে বুঝিয়ে দিয়েছিলেন, কেকেআরে যখন আমি আছি, তখন এত চিন্তার কিছু নেই। অর্থাৎ ম্যায় হু না।

আরও পড়ুন- ‘এত লজ্জা পাচ্ছেন কেন? নিজের বউয়ের সঙ্গেই এসেছেন তো?’দীপককে নিয়ে ঠাট্টা কপিলের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে টুইটারে অনেকে আবার তাঁর সঙ্গে কোয়লা সিনেমার শাহরুখ খানের লুক-এর মিল খুঁজে পেয়েছেন। তাঁর শাহরুখের মতো বড় চুল। মুখের গড়নও অনেকটা একইরকম। তিনিই যে এখন কেকেআরে কোয়লা-র শাহরুখ খান!

বাংলা খবর/ খবর/খেলা/
সূয়শ শর্মা কোয়লা-র শাহরুখ! কেকেআর তারকার 'ম্যায় হু না' সেলিব্রেশন ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল