কলকাতা : এশিয়া কাপের লিগ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারত ৭ উইকেটে জিতেছিল। তবে সেই ম্যাচ অন্য একটা মাত্রা পেয়েছে। ম্যাচ শেষে ভারতীয় দলের খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে প্রচলিত করমর্দনের রীতিতে অংশ না নিয়ে একটি স্পষ্ট বার্তা দেন। এই সিদ্ধান্ত ছিল পূর্বনির্ধারিত এবং তাতে দলের সাপোর্ট স্টাফ ও বিসিসিআই-এর অনুমোদন ছিল বলেও মনে করা হচ্ছে
advertisement
ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচশেষে এক বিবৃতিতে জানান, এই জয়টি ভারতের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করা হয়েছে। তিনি বলেন, “আমরা এখানে শুধুই খেলতে এসেছিলাম। আমরা খেলার মধ্য দিয়ে তাদের জবাব দিয়েছি। কিছু বিষয় স্পোর্টসম্যানশিপের উর্ধ্বে। ‘অপারেশন সিন্দুর’-এ অংশ নেওয়া সেনাবাহিনী এবং পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারদেরও পাশে আছি আমরা।”
আরও পড়ুন- নিজের গুরুর রেকর্ড ভেঙে দিলেন অভিষেক শর্মা! নাম লেখালেন ইতিহাসের পাতায়
এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় নির্বাচারে গুলি করে ভারতীয়দের হত্যা করা হয়। এর জবাবে ভারত সরকার সীমান্ত পারের সন্ত্রাসী ঘাঁটিতে ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করে। এই ঘটনার পর ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়ে পড়ে এবং ম্যাচ বয়কটের ডাক ওঠে। তবুও ম্যাচটি সম্পন্ন হয়, যেখানে ৮৫% দর্শকই ছিলেন ভারতীয় সমর্থক।
এর পর পাকিস্তান আইসিসির কাছে নালিশ করে ভারতীয় দল ও সূর্যকুমার যাদবের নামে। এর পর পাকিস্তানের অভিযোগের প্রেক্ষিতে সূর্যকুমার যাদবকে শুনানিতে ডাকে ICC। সেখানে পাকিস্তানের অভিযোগ টিকল না। পাকিস্তান ভেবেছিল, তাদের নালিশের ভিত্তিতে সূর্যকুমার যাদবের শাস্তি হতে পারে। তবে সেটা একেবারেই হল না। সূর্যকুমার যাদবকে আপাতত ICC সতর্ক করে ছেড়ে দিয়েছে। জানিয়েছে, আন্তর্জাতিক মঞ্চে কোনও রাজনৈতিক মন্তব্য না করতে।