আইনজীবীর মাধ্যমেই এদিন নিজের সিদ্ধান্তের কথা জানান সুরেশ কালমাদি ৷ তাঁকে আজীবন প্রেসিডেন্ট পদে ঘোষণা করায় আজই আইওএ-কে শো কজ করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৷ কালমাদিকে সরানো না হলে আইওএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দেন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। তাই বিতর্ক আর না বাড়িয়ে নিজেই এদিন কালমাদি জানান, তিনি এই সাম্মানিক পদ গ্রহণ করতে রাজী নন ৷
advertisement
২০১০ দিল্লি কমনওয়েলথ গেমস দুর্নীতিতে অভিযুক্ত সুরেশ কালমাদি। তাঁর আইনজীবী হিতেশ জৈন বলেন, ‘‘ আমার মক্কেল সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আইওএ গতকাল যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে তাঁর কিছুই জানা ছিল না। দুর্নীতির অভিযোগমুক্ত না হওয়া পর্যন্ত তিনি কোনও পদ গ্রহণ করবেন না বলে সাফ জানিয়েছেন।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2016 6:53 PM IST