TRENDING:

বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত অনুরাগ

Last Updated:

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ৷ বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত করা হল অনুরাগ ঠাকুরকে ৷ পাশাপাশি সচিব পদ থেকে সরানো হল অজয় শিরকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে অপসারিত অনুরাগ। লোধা সুপারিশ মামলায় আজ ঐতিহাসিক রায়ে ভারতীয় ক্রিকেট থেকে উৎখাত করা হল অজয় শিরকেকে। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশে তৈরি দুই সদস্যের কমিটি ঠিক করবে ভারতীয় ক্রিকেটের নতুন ভবিষ্যৎ। যা শুরু হতে পারে উনিশে জানুয়ারি থেকে।
advertisement

বছরের শুরুটাই তেতো হয়ে গেল। নিজেদের খোঁড়া গর্তেই শেষ পর্যন্ত পড়তে হল বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এবং সচিব অজয় শিরকেকে। প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার আগে ভারতীয় ক্রিকেট থেকে এই দুই গোঁয়ারকে উৎখাত করলেন তীর্থসিং ঠাকুর। গত দেড় বছর ধরে চলা টালবাহানার ইতি পড়ল এক ঐতিহাসিক রায়ে।

লোধা সুপারিশ না মানার জেরে বোর্ড প্রেসিডেন্ট এবং সচিব পদ থেকে অপসারিত করা হল অনুরাগ ঠাকুর এবং অজয় শিরকেকে। আদালতে ভুল তথ্য দেওয়ার অভিযোগে শো-কজ নোটিস দেওয়া হল অনুরাগের বিরুদ্ধে। শুধু প্রেসিডেন্ট-সচিব নন, সুপারিশ না মানলে পদ ছাড়তে হবে বোর্ড ও রাজ্য সংস্থার বাকি কর্তাদেরও।

advertisement

উনিশে জানুয়ারি পর্যন্ত আপাতত বোর্ডের দায়িত্বে কোনও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তাঁকে সাহায্য করবেন যুগ্মসচিব অনিরুদ্ধ চৌধুরি। এরমধ্যেই গোপাল সুব্রহ্মণ্যম এবং ফলি নরিম্যানের কমিটি ঠিক করে ফেলবেন লোধা সুপারিশের নতুন রূপরেখা। যা পেশ করা হবে নতুন প্রধান বিচারপতি জগদীশ সিং খেহরের বেঞ্চে।

বাংলা খবর/ খবর/খেলা/
বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত অনুরাগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল