বিচারপতি জে. কে. মাহেশ্বরি এবং বিজয় বিশ্নোই-এর বেঞ্চের সামনে একজন আইনজীবী তাৎক্ষণিক শুনানির অনুরোধ করে এই বিষয়টি তোলেন। বেঞ্চ ওই জনস্বার্থ মামলাটি সম্পর্কে মন্তব্য করে বলে, “এত তাড়াহুড়ার কী আছে? এটা তো একটা ম্যাচ, হতে দাও। ম্যাচ তো এই রবিবার, এখন আর কী করা যাবে?”
আবেদনকারী সুপ্রিম কোর্টের কাছে দ্রুত শুনানির আবেদন করেছিলেন। জানা গেছে, উর্বশী জৈনের নেতৃত্বে চারজন আইন বিভাগের ছাত্রী সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, পহেলগাঁওতে জঙ্গি হামলা ও অপারেশন সিন্দুর-এর পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলা জাতীয় মর্যাদা এবং জনসাধারণের আবেগের বিরোধী।
advertisement
আবেদনে বলা হয়, “যেখানে আমাদের জওয়ানরা প্রাণ উৎসর্গ করছেন, সেখানে আমরা ওই দেশটির সঙ্গে খেলার আনন্দে মেতে উঠছি! ওই দেশ সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে। ফলে এই ম্যাচ শহিদের পরিবারদের অনুভূতিতে আঘাত দিতে পারে। জাতীয় মর্যাদা ও দেশের নাগরিকদের নিরাপত্তা — বিনোদনের চেয়ে অনেক বড় বিষয়।”
আরও পড়ুন- আসছে পদ্মার ইলিশ! পুজোর আগে এখানে মিনিমাম দাম কত হবে বাংলাদেশের ইলিশের? জেনে নিন
ইতিমধ্যে এশিয়া কাপে নেমে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে জিতেছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার এর পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে যে কোনও টুর্নামেন্টে পাকিস্তানকে হারিয়েছে ভারত। এবারও কি সেই একই রেকর্ড বজায় থাকবে! উত্তর পেতে অপেক্ষা করতে হবে আর কিছুটা সময়।