করোনা হানায় একবার স্তব্ধ হয়ে গিয়েছিল আইপিএল। গোটা টুর্নামেন্টের সূচি পাল্টে নিয়ে যাওয়া হয়েছে আমিরশাহীতে। কিন্তু তাতেও করোনার প্রকোপ থেকে রক্ষা নেই। দ্বিতীয় পর্বের আইপিএল শুরুর পরেই ফের দুঃসংবাদ। আজ বুধবারই খেলা রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের ৷ আর তার আগেই এই খারাপ খবর ৷ হায়দরাবাদের ক্রিকেটার টি নটরাজনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে টুর্নামেন্টের সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ তবে নটরাজনের কোনও উপসর্গ নেই বলেই জানা গিয়েছে ৷ ম্যাচও আজ নির্ধারিত সময়েই শুরু হবে ৷
advertisement
মঙ্গলবার করোনা পরীক্ষা করা হয়। বুধবার রিপোর্ট বাকিদের নেগেটিভ এলেও পজিটিভ ধরা পড়েন টি নটরাজন ৷ দলের মেডিক্যাল সদস্যরা কোনও ঝুঁকি না নিয়ে নটরাজনের সংস্পর্শে আসা দলের আরও ৬ জনকে সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷ এই মুহূর্তে আইসোলেশনে থাকা সানরাইজার্স দলের সদস্যদের নামের তালিকা দেওয়া হয়েছে ৷ তাঁরা হলেন,
১. বিজয় শঙ্কর- ক্রিকেটার
২. বিজয় কুমার- টিম ম্যানেজার
৩. শ্যাম সুন্দর জে- ফিজিওথেরাপিস্ট
৪. অঞ্জনা বন্যান- ডাক্তার
৫.তুষার খেদকার- লজিস্টিক ম্যানেজার
৬. পেরিয়াসামি গনেশন- নেট বোলার
আইপিএল কমিটির তরফে টুইট করে জানানো হয়, ‘হায়দরাবাদের এক ক্রিকেটার করোনা আক্রান্ত। তাঁর সংস্পর্শে আসা ছ'জনকে নিভৃতবাসে পাঠানো হয়েছে।’ করোনা আক্রান্ত হলেও কোনও উপসর্গ নেই নটরাজনের।