TRENDING:

Gavaskar on Rohit Sharma : রোহিতকে আউট করার সহজ রাস্তা বের করে ফেলেছেন বোলাররা! চিন্তায় গাভাসকার

Last Updated:

Sunil Gavaskar wants Rohit Sharma to check his signature pull shot for sometime. পুল শটের ক্ষেত্রে অধিনায়ক রোহিতকে সাবধান করছেন সানি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুল শটের ক্ষেত্রে রোহিতকে সাবধান করছেন সানি
পুল শটের ক্ষেত্রে রোহিতকে সাবধান করছেন সানি
advertisement

আরও পড়ুন - IND vs SL, Jasprit Bumrah : পিঙ্ক বলের চ্যালেঞ্জ সামলানো কিছুটা আলাদা! তিনটি উপায় বের করলেন বুমরাহ

যার মধ্যে একটি ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টে। লাহিরু কুমারার ওভারের প্রথম দুই বলে ব্যাক-টু-ব্যাক বাউন্ডারি মারেন ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক করা রোহিত শর্মা। এরপরে সেই পুল শট খেলেন তিনি। ওভারের চতুর্থ বলেই সরাসরি ডিপ মিড উইকেটে ফিল্ডারের হাতে ধরা ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা।

advertisement

আরও পড়ুন - IND vs SL, Pink Ball test : গোলাপি টেস্ট দেখতে বেঙ্গালুরুর মাঠে ১০০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি কর্ণাটক সরকারের

রোহিত শর্মার এই পুল শট নিয়ে বিশেষ বার্তা দিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। তার মতে টেস্ট ম্যাচে নিজের ইনিংস খেলার প্রাথমিক পর্যায়ে রোহিতকে আরও সংযতভাবে শট খেলতে পারেন। গাভাসকর স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, তাকে এটা নিয়ে ভাবতে হবে। আপনি এই শট নিয়ে যুক্তিতর্ক করতেই পারেন, বলতে পারেন যে এটি একটি প্রোডাকটিভ শট।

advertisement

তবে এটি একমাত্র শট নয়। তার কাছে আরও অনেক কিছু রয়েছে। এখন প্রত্যেক বোলার, যার একটু গতি আছে তারা রোহিতের বিরুদ্ধে বল করতে গিয়ে ভাবেন যে, ‘দু-একটা ছক্কা বা বাউন্ডারি মারলে মারুক, তাতে আমার কোনও আপত্তি নেই, কিন্তু সে এই শট খেললে আউট হওয়ার একটা সুযোগ থাকবে, কারণ সে আকাশে তুলে এই শট খেলবে।

advertisement

রোহিত ২৮ বলে ২৯ রান করে আউট হয়েছিলেন। প্রথমবার তিনি চারটি টেস্ট ম্যাচের একটি ইনিংসে অন্তত একটি হাফ সেঞ্চুরি করতে পারেননি। গাভাসকর আরও বলেন, তাই তাকে এই শট খেলার ক্ষেত্রে শতকরা হার বের করতে হবে। যদি তিনি মনে করেন যে শতাংশগুলি তার পক্ষে কাজ করছে, তাহলে বলব এই খেলতে পারেন। কিন্তু এই মুহূর্তে সেটা তার পক্ষে কাজ করছে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তাই হয়তো ৮০, ৯০, ১০০ না হওয়া পর্যন্ত তার এই শটটিকে কোল্ড স্টোরেজে রাখা উচিত। আসলে রোহিত শর্মা দশ বারের ভেতর নয়বার এই পুল শট মাঠের বাইরে পাঠান। কিন্তু কখনো কখনো মিস হিট হয়ে গেলে কিছু করার থাকে না। তবে গাভাসকার মনে করেন রোহিত বুদ্ধিমান। নিজের ব্যাটিংয়ের খুঁত ঠিক খুঁজে বার করবেন তিনি। এখন দেখার দিন-রাতের টেস্ট ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে রানে ফিরতে পারেন কিনা ভারত অধিনায়ক।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Gavaskar on Rohit Sharma : রোহিতকে আউট করার সহজ রাস্তা বের করে ফেলেছেন বোলাররা! চিন্তায় গাভাসকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল