পরে গাভাসকার জানালেন ধোনির এমন ভাবে দর্শকদের সই করা টেনিস বল উপহার দেওয়া দেখে তিনি নিজেকে সামলাতে পারেননি। সানি নিজেও ধোনির ফ্যান। ভারতীয় ক্রিকেটে তার অবদান ভোলার নয়। গ্রুপ পর্যায়ে ঘরের মাঠে শেষ ম্যাচে নেমেছিল চেন্নাই। মহেন্দ্র সিংহ ধোনিকে দেখতে উৎসাহ যে তুঙ্গে থাকবে তা মোটেই অস্বাভাবিক নয়। হলও তাই।
advertisement
ধোনি কথা বলতে আসার সময় এতটাই চিৎকার হতে শুরু করল যে চেন্নাই অধিনায়ক কিছু শুনতেই পেলেন না। এখন ম্যাচের পর হেরে যাওয়া দলের অধিনায়ককে আগের মতো সঞ্চালক মাঠে এসে সরাসরি প্রশ্ন করেন না। সেই অধিনায়কের সামনে থাকে একটি স্পিকার। সেখানেই ধারাভাষ্য বক্স থেকে সঞ্চালক প্রশ্ন ছুড়ে দেন। কিন্তু চিৎকারের চোটে ধোনি কিছু শুনতে পাননি। বাধ্য হয়ে তিনি কিছুটা নীচু হয়ে স্পিকারের আওয়াজ বাড়িয়ে দেন।
ম্যাচের পরেই ধোনিকে পায়ে আইস প্যাক পরে নিতে দেখা গেল। বোঝা গেল চোট এখনও পুরোপুরি সারেনি।ম্যাচের পর দেখা গেল অভিনব দৃশ্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচ থাকায় দর্শকদের ধন্যবাদ জানাতে অভিনব পন্থা নিল দল। সব ক্রিকেটাররা সারিবদ্ধ ভাবে মাঠের ধার দিয়ে হাঁটতে থাকলেন। দর্শকদের ধন্যবাদ বার্তা লেখা বিশেষ ধরনের জার্সি পরেছিলেন তাঁরা।
ধোনি, রবীন্দ্র জাডেজা, মইন আলির মতো বেশ কিছু ক্রিকেটারের হাতে ছিল র্যাকেট। টেনিস বল অন্য হাতে নিয়ে তা র্যাকেট দিয়ে গ্যালারির দিকে পাঠাতে থাকলেন। আসলে কলকাতার কাছে হেরে গেলেও প্লে অফ কোয়ালিফাই করার জন্য খুব একটা দুশ্চিন্তার প্রয়োজন নেই চেন্নাই দলের। তাছাড়া নিজেদের প্রিয় থালাকে পরের বছর নাও দেখতে পারে চেন্নাই সমর্থকরা। তাই এমন অভিনব দৃশ্যের সাক্ষী থাকল চিপক।