তবে এই ম্যাচে ধারাভাষ্যের মাঝে হঠাৎ করেই ফিরে যেতে হল গাভাসকরকে। ম্যাচের মাঝেই হঠাৎ করেই একটা দুঃখজনক খবর পেলেন সানি গাভাসকর।
লাইভ ম্যাচ চলাকালীন হঠাৎ করেই ধারাভাষ্য ছেড়ে দিতে হয় সুনীল গাভাসকরকে। শুক্রবার বিকেলে বিশাখাপত্তনম থেকে কানপুরে ফিরে যান তিনি।
আরও পড়ুন- সূবর্ণ সুযোগ অশ্বিনের সামনে! ইংল্যান্ডের বিরুদ্ধে গড়তে পারেন ৫টি মহারেকর্ড
advertisement
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরের শাশুড়ি পুষ্পা মেহরোত্রা মারা গেছেন। এই খবর পাওয়ার পর তিনি বিশাখাপত্তনমে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন ধারাভাষ্য ছেড়ে কানপুরে পৌঁছে যান।
শুক্রবার বিকেলে গাভাসকর ও তাঁর স্ত্রী কানপুর রওনা হন। ম্যাচ চলাকালীন হঠাৎ করেই সুনীল গাভাসকর জানতে পারেন, তাঁর শাশুড়ি মারা গেছেন।
উল্লেখ্য, সুনীল গাভাসকর ভারতের হয়ে ১২৫টি টেস্ট ম্যাচে ১০,১২২ রান করেছেন। ৩৪টি সেঞ্চুরি এবং ৪৫টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে।তিনি টেস্ট ক্রিকেটে ৪টি ডাবল সেঞ্চুরি করেছেন। টেস্ট ক্রিকেটে সুনীল গাভাসকরের সেরা স্কোর ২৩৬ রান।
সুনীল গাভাসকর ১০৮টি ওডিআই আন্তর্জাতিক ম্যাচে ৩০৯২ রান করেছেন। তার মধ্যে একটি সেঞ্চুরি এবং ২৭টি হাফ সেঞ্চুরি রয়েছে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সুনীল গাভাসকর ধারাভাষ্যকার হিসেবে কেরিয়ার শুরু করেন।
আরও পড়ুন- যশস্বী জয়সওয়ালের রাজকীয় শতরান, বিশাখাপত্তনমে ইংল্যান্ডের উপর চাপ বাড়াচ্ছে ভারত
সুনীল গাভাসকর ক্রিকেট প্রশাসকের ভূমিকাও পালন করেছেন। তিনি অতীতে বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।