TRENDING:

আগুনের নাম উমরান মালিক! গতির ঝড়ে তুলে নিলেন শ্রীলঙ্কার তিনটি উইকেট

Last Updated:

Sunil Gavaskar happy with the way Umran Malik has been given freedom by captain Hardik Pandya to express himself. আগুনের নাম উমরান মালিক! গতির ঝড়ে তুলে নিলেন লঙ্কার তিনটি উইকেট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুনে: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুম্বইতে যেখানে শিবম মভি চারটে উইকেট পেয়েছিলেন, সেখানে দুটি উইকেট পেয়েছিলেন উমরান মালিক। বুঝিয়ে দিয়েছিলেন তাকে বসিয়ে না রেখে, বরং যত বেশি খেলানো হবে, ততই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবেন আন্তর্জাতিক ম্যাচের জন্য। এদিন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে উমরানকে যখন বল করতে ডাকলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া, তখন লঙ্কার ব্যাটসম্যানরা দাপিয়ে খেলছেন।
লঙ্কার বিরুদ্ধে হুঙ্কার উমরানের
লঙ্কার বিরুদ্ধে হুঙ্কার উমরানের
advertisement

কাশ্মীরের তরুণ পেসার সেট হওয়ার আগেই দুরন্ত বোল্ড করলেন ভাণুকা রাজাপক্ষকে। বলের গতি ছিল ১৪৭ কিলোমিটার। লঙ্কান ব্যাটসম্যান ব্যাট নামানোর সময় পাননি। আগে শুধুই দেখা যেত গতির ওপর ভরসা করছেন তিনি। কিন্তু অভিজ্ঞতা অল্প হলেও উমরান বুঝতে শিখেছেন কোথায় বল ফেলা উচিত। কমেন্ট্রি করার সময় সেটাই বলছিলেন সুনীল গাভাসকার।

advertisement

এক্ষেত্রে দলের বোলিং কোচ পরশ মামরে অনেকটা কাজ করেছেন। সাহায্য করেছেন হার্দিক পান্ডিয়া নিজেও। অধিনায়ক হিসেবে হার্দিক উমরানকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। ভয় না পেয়ে নিজেকে উজাড় করে দিতে বলেছেন। মার খাওয়ার ভয়ে না পেয়ে উমরান খোলা মনে বল করছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তাতেই আসছে সাফল্য। সানি মনে করেন পরের বছর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ। উমরানকে তার আগে যত বেশি সম্ভব ম্যাচ খেলিয়ে তৈরি করে নিতে চায় ভারত। কারণ ভারতীয় দলের ভাবনায় শুধু টি-টোয়েন্টি নয়, একদিনের ক্রিকেটেও আছেন উমরান। আসালঙ্কা এবং হাসাকে ফিরিয়ে দিলেন উমরান। হাসারাঙ্গাকে গতিতে পরাস্ত করে বোল্ড করলেন। তবে শেষ দিকে কিছুটা রান দিয়ে দিলেন। শানাকা শেষ দিকে রান তুললেন। তবুও উমরান যে উন্নতি করছেন সেটা পরিষ্কার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
আগুনের নাম উমরান মালিক! গতির ঝড়ে তুলে নিলেন শ্রীলঙ্কার তিনটি উইকেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল