ভিডিওতে দেখা যায় টম টম গানারে তালে দীনেশ কার্তিককে নানারকম ক্রিকেটীয় শট শেখাচ্ছেন সুনীল গাভাসকর। কিন্তু কার্তিকের কিছুতেই পছন্দ হচ্ছে না গাভাসকরের শেখানো শট। সে নিজের মত শট খেলে পাল্টা গাভাসকরকে দেখাচ্ছেন। একটু ভালো করে ভিডিওটি দেখলে বোঝা যায় সানি ডিকে-কে যতবার গ্রাউন্ডেড শটে চার মারতে বলছেন, ততবার কার্তিক বিগ হিট করে ছয় মারাই তার পছন্দ সেটা বোঝাতে চাইছেন। এই মজাদার ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
advertisement
সোমবার ভারত-অস্ট্রোলিয়া আহমেদাবাদ টেস্ট শেষে সম্প্রচারকারী চ্যানেলের থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওতে সঞ্চালক যতীন সাপ্রু ছাড়াও ছিলেন সুনীল গাভাসকর, ম্যাথু হেডেন, অজিত আগরকর, সঞ্জয় বাঙ্গারকে। সকলকে নাটু নাটু গানে নাচতে দেখা যায়। যেই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তে ঝড় তোলে। নাচের সঙ্গে সুনীল গাভাসকরকে বলতেও শোনা যায় 'আরআরআর'-এর 'নাটু নাটু' গানের অস্কার পাওয়াটা প্রত্যেক ভারতীয়ের কাছে খুবই গর্বের।
আরও পড়ুনঃ এই রেকর্ড নেই সচিন-পন্টিং-লারাদের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট নজির কোহলির
প্রসঙ্গত, ক্রিকেট বিদায় জানানোর পর ব্যাটিংয়ের মতই ধারাভাষ্যকার হিসেবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন সুনীল গাভাসকর। এরসঙ্গে মাঠে নানা মজাদার মুহূর্ত তৈরি করেছেন সানি। এর আগে নাগিন ডান্স করতেও দেখা গিয়েছে সুনীল গাভাসকরকে। এই বয়সে সানিকে এমন ভূমিকায় দেখে খুশি ভারতীয় ক্রিকেটারের ফ্যানেরা।