TRENDING:

Sunil Chhetri: সুনীল ছেত্রীর মুখে হঠাৎ অবসরের কথা! মন খারাপ করা বার্তা দিলেন ভারত অধিনায়ক

Last Updated:

সুনীল জানিয়ে দিয়েছেন ফুটবল খেলার প্রতি ভালোবাসা এবং দেশের জার্সির জন্যই তিনি খেলে চলেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: শুক্রবার বিকেলে বেঙ্গালুরর হোটেলে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। শনিবার সাফ কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের সামনে লেবানন। সেমিফাইনাল ম্যাচ। জিততে পারলে ভারত আবার ফাইনাল খেলবে। লেবাননকে মাত্র এক সপ্তাহ আগেই ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে ২-০ পরাজিত করেছিল ভারত। সুনীল এবং মহেশ গোল করেছিলেন। এবার কি ভারত হারাতে পারবে মধ্যপ্রাচ্যের এই দেশকে?
সুনীলের অবসর নিয়ে নতুন ইঙ্গিত
সুনীলের অবসর নিয়ে নতুন ইঙ্গিত
advertisement

কার্ড সমস্যায় যে থাকবেন না দলের এক নম্বর ডিফেন্ডার সন্দেশ ঝিংহান। এটা ভারতের কাছে একটা সমস্যা বটেই। আবার লাল কার্ড দেখেছেন কোচ ইগর স্টিম্যাচ। তাই সেমিফাইনালে থাকতে পারবেন না। দায়িত্ব সামলাবেন মহেশ গাউলি। তবে হঠাৎ ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর মুখে অবসরের কথা। এক সাংবাদিক প্রশ্ন করেন অবসর কবে ভাবছেন।

সুনীল মজা করে উত্তর দেন, আপনি কি চান আমি তাড়াতাড়ি অবসর ঘোষণা করে দিই? সুনীল ছেত্রী জানিয়েছেন অবসর কবে নেবেন সেটা নিয়ে নির্দিষ্ট কিছু ভাবনা নেই তার। তিনি সবসময় ছোট লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে ভালোবাসেন। বেশি দূর দেখতে পছন্দ করেন না। তবে সুনীল জানিয়ে দিয়েছেন ফুটবল খেলার প্রতি ভালোবাসা এবং দেশের জার্সির জন্যই তিনি খেলে চলেছেন।

advertisement

টাকা, নাম, সম্পত্তি, গ্ল্যামার যা চেয়েছিলেন তার থেকে বেশি পেয়েছেন। তার জীবনে এর থেকে বেশি প্রয়োজন নেই। তিনি খুশি যা জীবনে পেয়েছেন তা নিয়ে। পরিষ্কার জানিয়ে দিলেন যেদিন সকালে উঠে ট্রেনিং করার মোটিভেশন পাব না, যেদিন বাকিদের সঙ্গে দৌড়ে পিছিয়ে পড়ব – যেদিন বুঝব পেট্রোল শেষের পথে সেদিন অবসর ঘোষণা করে দেব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু যতদিন আনন্দ পাব এবং পারফরম করব চালিয়ে যাব লড়াই। সুনীল জানিয়েছেন একটা সময় আর ফুটবল নয়, হয়তো জীবনের অন্য জিনিসকে বেশি গুরুত্ব দিতে হবে তাকে। সেটাই করবেন। সারা জীবন ধরে তো ফুটবল খেলবেন না।

বাংলা খবর/ খবর/খেলা/
Sunil Chhetri: সুনীল ছেত্রীর মুখে হঠাৎ অবসরের কথা! মন খারাপ করা বার্তা দিলেন ভারত অধিনায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল