কার্ড সমস্যায় যে থাকবেন না দলের এক নম্বর ডিফেন্ডার সন্দেশ ঝিংহান। এটা ভারতের কাছে একটা সমস্যা বটেই। আবার লাল কার্ড দেখেছেন কোচ ইগর স্টিম্যাচ। তাই সেমিফাইনালে থাকতে পারবেন না। দায়িত্ব সামলাবেন মহেশ গাউলি। তবে হঠাৎ ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর মুখে অবসরের কথা। এক সাংবাদিক প্রশ্ন করেন অবসর কবে ভাবছেন।
সুনীল মজা করে উত্তর দেন, আপনি কি চান আমি তাড়াতাড়ি অবসর ঘোষণা করে দিই? সুনীল ছেত্রী জানিয়েছেন অবসর কবে নেবেন সেটা নিয়ে নির্দিষ্ট কিছু ভাবনা নেই তার। তিনি সবসময় ছোট লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে ভালোবাসেন। বেশি দূর দেখতে পছন্দ করেন না। তবে সুনীল জানিয়ে দিয়েছেন ফুটবল খেলার প্রতি ভালোবাসা এবং দেশের জার্সির জন্যই তিনি খেলে চলেছেন।
টাকা, নাম, সম্পত্তি, গ্ল্যামার যা চেয়েছিলেন তার থেকে বেশি পেয়েছেন। তার জীবনে এর থেকে বেশি প্রয়োজন নেই। তিনি খুশি যা জীবনে পেয়েছেন তা নিয়ে। পরিষ্কার জানিয়ে দিলেন যেদিন সকালে উঠে ট্রেনিং করার মোটিভেশন পাব না, যেদিন বাকিদের সঙ্গে দৌড়ে পিছিয়ে পড়ব – যেদিন বুঝব পেট্রোল শেষের পথে সেদিন অবসর ঘোষণা করে দেব।
কিন্তু যতদিন আনন্দ পাব এবং পারফরম করব চালিয়ে যাব লড়াই। সুনীল জানিয়েছেন একটা সময় আর ফুটবল নয়, হয়তো জীবনের অন্য জিনিসকে বেশি গুরুত্ব দিতে হবে তাকে। সেটাই করবেন। সারা জীবন ধরে তো ফুটবল খেলবেন না।