তিনি জানিয়েছেন ভারতের ফুটবল কোচকে তিনি অনুরোধ করবেন তাকে কিংস কাপের দলে না রাখতে। কারণ ওই সময় তার স্ত্রীর ডেলিভারি ডেট কাছে এগিয়ে আসবে। সুনীল ছেত্রী ভালো বাবা হতে চান। নিজের বাবার থেকেও পরামর্শ নিচ্ছেন এবং প্রচুর বই পড়ছেন। বয়স ৩৮। কেরিয়ারের গোধূলি লগ্নে সুনীল ছেত্রী। তবে বয়স বাড়লেও তাঁর ফুটবলে এখনও মধ্যাহ্নের গনগনে তেজ।
advertisement
তীব্র গোলক্ষুধার সঙ্গে ঈর্ষণীয় ফিটনেসের মিশেলে প্রতি ম্যাচেই ছাপিয়ে যাচ্ছেন নিজেকে। সদ্য সমাপ্ত স্যাফ কাপের সর্বাধিক গোলদাতা সুনীল। শুধু তাই নয়। এই প্রতিযোগিতায় সব মিলিয়ে তাঁর গোল সংখ্যা ২৩। সেই সুবাদে মালদ্বীপের আলি আসফাকের সঙ্গে যুগ্মভাবে উপমহাদেশের সর্বাধিক স্কোরার এখন সুনীল।
এমনিতে সুনীল এশিয়ান গেমস খেলবেন। তিনজন সিনিয়র ফুটবলারের মধ্যে তার নাম আছে। চিনের মাটিতে ভারতের পতাকা ওড়াতে চান। কিন্তু জীবনে প্রথমবার বাবা হওয়ার স্বাদ পেতে থাকতে চান স্ত্রীর পাশে। ৭-১১ সেপ্টেম্বর কিংস কাপ হওয়ার কথা।