TRENDING:

Sunil Chhetri: সুনীল ছেত্রী প্রথম সন্তানের জন্মের জন্য ছুটি চাইলেন! খেলবেন না কিংস কাপে

Last Updated:

সুনীল ছেত্রী ভালো বাবা হতে চান। নিজের বাবার থেকেও পরামর্শ নিচ্ছেন এবং প্রচুর বই পড়ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সাধারণত দেশের ফুটবল থেকে বিশ্রাম নিতে চান না তিনি। কিন্তু এবার সুনীল ছেত্রী বিশ্রাম চাইবেন। তার অবশ্য একটি বিশেষ কারণ আছে। আর কয়েক মাস পরেই প্রথম সন্তানের বাবা হবেন সুনীল ছেত্রী। স্ত্রী সোনম ভট্টাচার্য এবং তিনি সন্তানকে স্বাগত জানাতে তৈরি হচ্ছেন। সেই কারণেই আগামী দিনে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা কিংস কাপ টুর্নামেন্ট থেকে নিজের নাম তুলে নিতে চান সুনীল ছেত্রী।
সন্তানের জন্মের জন্য সুনীল ছেত্রীর ছুটি চাই
সন্তানের জন্মের জন্য সুনীল ছেত্রীর ছুটি চাই
advertisement

তিনি জানিয়েছেন ভারতের ফুটবল কোচকে তিনি অনুরোধ করবেন তাকে কিংস কাপের দলে না রাখতে। কারণ ওই সময় তার স্ত্রীর ডেলিভারি ডেট কাছে এগিয়ে আসবে। সুনীল ছেত্রী ভালো বাবা হতে চান। নিজের বাবার থেকেও পরামর্শ নিচ্ছেন এবং প্রচুর বই পড়ছেন। বয়স ৩৮। কেরিয়ারের গোধূলি লগ্নে সুনীল ছেত্রী। তবে বয়স বাড়লেও তাঁর ফুটবলে এখনও মধ্যাহ্নের গনগনে তেজ।

advertisement

তীব্র গোলক্ষুধার সঙ্গে ঈর্ষণীয় ফিটনেসের মিশেলে প্রতি ম্যাচেই ছাপিয়ে যাচ্ছেন নিজেকে। সদ্য সমাপ্ত স্যাফ কাপের সর্বাধিক গোলদাতা সুনীল। শুধু তাই নয়। এই প্রতিযোগিতায় সব মিলিয়ে তাঁর গোল সংখ্যা ২৩। সেই সুবাদে মালদ্বীপের আলি আসফাকের সঙ্গে যুগ্মভাবে উপমহাদেশের সর্বাধিক স্কোরার এখন সুনীল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

এমনিতে সুনীল এশিয়ান গেমস খেলবেন। তিনজন সিনিয়র ফুটবলারের মধ্যে তার নাম আছে। চিনের মাটিতে ভারতের পতাকা ওড়াতে চান। কিন্তু জীবনে প্রথমবার বাবা হওয়ার স্বাদ পেতে থাকতে চান স্ত্রীর পাশে। ৭-১১ সেপ্টেম্বর কিংস কাপ হওয়ার কথা।

বাংলা খবর/ খবর/খেলা/
Sunil Chhetri: সুনীল ছেত্রী প্রথম সন্তানের জন্মের জন্য ছুটি চাইলেন! খেলবেন না কিংস কাপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল