এই দিনটির অপেক্ষায় থাকেন বাগান সমর্থকরা। সারা দিন ধরে চলে নানান অনুষ্ঠান। পতাকা উত্তোলোন, প্রদর্শনী ম্যাচ, পুরস্কার বিতরনী অনুষ্ঠান থেকে শুরু করে একাধিক কর্মসূচি। এবারও তাই হচ্ছে। তবে এবার একদিন নয়, মোহনবাগান দিবসের অনুষ্ঠান আয়োজিত হবে দুইদিন ধরে। সেই সঙ্গে থাকছে বড় চমক। ২৯ এবং ৩০ জুলাই মোহনবাগান মাঠে একাধিক অনুষ্ঠান রয়েছে।
advertisement
পুরস্কার বিতরনী অনুষ্ঠান ছাড়াও প্রদর্শনী ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে মোহনবাগান মাঠে। মোহনবাগান রত্ন পুরস্কার পাচ্ছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। যদিও এই পুরস্কার বিতরনী অনুষ্ঠান আয়োজিত হবে ৩০ জুলাই। তবে ২৯ জুলাই মোহনবাগান মাঠে প্রাক্তনদের একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
সাড়ে তিনটের সময় সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ‘ষোলো আনা বাবলু’ উদ্বোধন হবে। সেই অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন সুনীল। মনে করা হচ্ছে ভারত অধিনায়কের হাত থেকেই শ্বশুর সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশ পাবে। দীর্ঘ ১৭ বছর মোহনবাগানে খেলেছিলেন সুব্রত। গায়ে চাপাতেন ১৬ নম্বর জার্সি। তার থেকে বেশি ডার্বি খেলার রেকর্ড নেই মোহনবাগানের অন্য কারও।
পরবর্তীকালে কোচ হিসেবে ও মোহনবাগানকে প্রচুর সাফল্য দিয়েছেন তিনি। হয়েছেন এশিয়ার সেরা কোচ। তার আত্মজীবনীতে যেমন ফুটবল এবং মোহনবাগানের প্রতি তার ভালোবাসা আছে, তেমনই বহু বিতর্কিত প্রসঙ্গ তুলে ধরেছেন মনে করা হচ্ছে। কোচ পিকে বন্দ্যোপাধ্যায় নিয়েও সুব্রতর মন্তব্য ঝড় তুলতে পারে।