TRENDING:

Sunil Chhetri: জামাই সুনীল ছেত্রীর হাতেই হতে পারে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশ! তৈরি মোহনবাগান

Last Updated:

উপস্থিত থাকবেন সুনীল। মনে করা হচ্ছে ভারত অধিনায়কের হাত থেকেই শ্বশুর সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশ পাবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এই মোহনবাগান ক্লাব থেকেই পেশাদার ফুটবলার হওয়া শুরু সুনীল ছেত্রীর। সেদিনের বাচ্চা ছেলেটা ভারতের সর্বকালের সফল ফুটবলার হয়ে উঠবে কেউ আন্দাজ করতে পারেনি। সুনীল ছেত্রীর উত্থান একটা নাটকের মত। মোহনবাগানে তার প্রথম কোচ ছিলেন সুব্রত ভট্টাচার্য। সেই সুব্রত পরবর্তীকালে সুনীলের শ্বশুরমশাই। মোহনবাগান দিবস মানেই সবুজ মেরুন সমর্থকদের জন্য একটা আবেগ।
সুনীলের হাতে সুব্রত আত্মজীবন প্রকাশ
সুনীলের হাতে সুব্রত আত্মজীবন প্রকাশ
advertisement

এই দিনটির অপেক্ষায় থাকেন বাগান সমর্থকরা। সারা দিন ধরে চলে নানান অনুষ্ঠান। পতাকা উত্তোলোন, প্রদর্শনী ম্যাচ, পুরস্কার বিতরনী অনুষ্ঠান থেকে শুরু করে একাধিক কর্মসূচি। এবারও তাই হচ্ছে। তবে এবার একদিন নয়, মোহনবাগান দিবসের অনুষ্ঠান আয়োজিত হবে দুইদিন ধরে। সেই সঙ্গে থাকছে বড় চমক। ২৯ এবং ৩০ জুলাই মোহনবাগান মাঠে একাধিক অনুষ্ঠান রয়েছে।

advertisement

পুরস্কার বিতরনী অনুষ্ঠান ছাড়াও প্রদর্শনী ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে মোহনবাগান মাঠে। মোহনবাগান রত্ন পুরস্কার পাচ্ছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। যদিও এই পুরস্কার বিতরনী অনুষ্ঠান আয়োজিত হবে ৩০ জুলাই। তবে ২৯ জুলাই মোহনবাগান মাঠে প্রাক্তনদের একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

সাড়ে তিনটের সময় সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ‘ষোলো আনা বাবলু’ উদ্বোধন হবে। সেই অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন সুনীল। মনে করা হচ্ছে ভারত অধিনায়কের হাত থেকেই শ্বশুর সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশ পাবে। দীর্ঘ ১৭ বছর মোহনবাগানে খেলেছিলেন সুব্রত। গায়ে চাপাতেন ১৬ নম্বর জার্সি। তার থেকে বেশি ডার্বি খেলার রেকর্ড নেই মোহনবাগানের অন্য কারও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরবর্তীকালে কোচ হিসেবে ও মোহনবাগানকে প্রচুর সাফল্য দিয়েছেন তিনি। হয়েছেন এশিয়ার সেরা কোচ। তার আত্মজীবনীতে যেমন ফুটবল এবং মোহনবাগানের প্রতি তার ভালোবাসা আছে, তেমনই বহু বিতর্কিত প্রসঙ্গ তুলে ধরেছেন মনে করা হচ্ছে। কোচ পিকে বন্দ্যোপাধ্যায় নিয়েও সুব্রতর মন্তব্য ঝড় তুলতে পারে।

বাংলা খবর/ খবর/খেলা/
Sunil Chhetri: জামাই সুনীল ছেত্রীর হাতেই হতে পারে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশ! তৈরি মোহনবাগান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল