এর ফলে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচের আগে লাভবান হল ভারত। কারণ নিয়ম অনুযায়ী এবার স্টিমাচের দল ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ড্রতে পট টু-তে জায়গা পাবে। ইন্টার কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হতেই ভারতীয় দলের জন্য ১ কোটি টাকার পুরস্কার মূল্যের ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এই অর্থ যে ভারতীয় ফুটবলকে দেওয়া হবে।
advertisement
একটা ম্যাচেও গোল হজম না করে ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। লেবাননের বিরুদ্ধে ফাইনালে দারুণ পরিকল্পিত ফুটবল উপহার দিয়েছেন সুনীল ছেত্রীরা। আসন্ন স্যাফ কাপে নামার আগে এই সাফল্য আত্মবিশ্বাস বাড়াবে উদান্তা সিং, সন্দেশ ঝিংগানদের। পাঁচ বছরের ট্রফির খরা কাটিয়ে ম্যাচ শেষে উচ্ছ্বাসে ভাসলেন অধিনায়ক সুনীল। তারপর বলেন, সামনে কঠিন মরশুম। এই জয় আমাদের মনোবল বাড়াবে। তবে ছন্দ ধরে রাখতে হলে নিয়মানুবর্তিতা দেখানো প্রয়োজন।
ম্যাচের সেরা সন্দেশ ঝিংগান বলেন, ‘গোটা প্রতিযোগিতায় ক্লিনশিট বজায় রাখা সহজ কথা নয়। এতে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে। পাশাপাশি সুযোগ কাজে লাগানোর ব্যাপারেও মনোযোগ দিতে হবে।’ ভারতীয় মিডিও অনিরুদ্ধ থাপা ম্যাচ শেষে জানান, ‘এই প্রতিযোগিতায় অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধেও আমরা জিতেছি। সঙ্গে একটাও গোল হজম করিনি। স্যাফ কাপে নামার আগে এটা দারুণ ইতিবাচক দিক।’ এদিকে, ওড়িশা সরকার ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করল ভারতীয় দলের জন্য।