নিজেদের থেকে এগিয়ে থাকা দলকে হারিয়েছে। সুনীল ছেত্রী কথা দিয়েছেন কেন্দ্রীয় সরকার যদি এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলকে খেলার অনুমতি দেয় তাহলে চিনের মাটিতে ভারতকে গর্বিত করবেন তারা। প্রত্যেকে নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়বেন। এখন যা শোনা যাচ্ছে, তাতে খুব শীঘ্রই ক্রীড়ামন্ত্রকের তরফে সবুজ সংকেত মিলতে পারে।
সর্বভারতীয় ফুটবল সংস্থার এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, বর্তমান সিনিয়র দলে সাত জন অনূর্ধ্ব ২৩ ফুটবলার রয়েছে। যেহেতু তিনজন ২৩-ঊর্ধ্ব ফুটবলার খেলানো যাবে, তাই অধিনায়ক সুনীল ছেত্রী, গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু এবং ডিফেন্ডার সন্দেশ তৈরি রয়েছে।
এশিয়ান গেমসে খেলার অনুমতির অপেক্ষায় ভারতীয় দল। এরকম এক আবহে সুনীল ছেত্রীর এই বক্তব্য কিন্তু রীতিমতো উল্লেখযোগ্য। তবে শেষ পর্যন্ত সুনীলরা যেতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত কাল সকালের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আশা করা যায়।