TRENDING:

SAFF Cup: সুনীল ছেত্রীর ভারতের সামনে আজ আবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ! ফাইনালে কঠিন লড়াই

Last Updated:

নির্বাসনের জেরে ফাইনালেও গ্যালারিতেই বসতে হবে কোচ ইগর স্টিমাচকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: ভারতীয় ফুটবল দলের সামনে আজ আবার একটা বড় সুযোগ। সুনীল ছেত্রীর সামনে আজ আবার মেসি এবং রোনাল্ডোকে তাড়া করার প্ল্যাটফর্ম। গ্রুপ পর্বে কুয়েতের বিরুদ্ধে অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে লিড নিয়েও জিততে ব্যর্থ হয়েছিল ভারত। শেষলগ্নের আত্মঘাতী গোলে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল স্টিমাচ ব্রিগেডকে। ফাইনালে অবশ্য জিতেই মাঠ ছাড়তে মরিয়া ‘মেন ইন ব্লু’।
ফাইনালে নামার আগে অনুশীলনে টিম ইন্ডিয়া
ফাইনালে নামার আগে অনুশীলনে টিম ইন্ডিয়া
advertisement

ম্যাচের ২৪ ঘণ্টা আগে ট্রফি নিয়ে ফোটোসেশনে হাজির ছিলেন দুই দলের কোচ ও ফুটবলাররা। এরপর সাংবাদিক সম্মেলনে মহেশ গাউলি জানান, ‘অতীতে মাত্র এক সপ্তাহের প্রস্তুতিতে ম্যাচ খেলতে হতো। তবে এবার টানা পঞ্চাশ দিনের বেশি সময় ফুটবলাররা একসঙ্গে রয়েছে। ফলে বোঝাপড়া অনেকটাই বেড়েছে। কমেছে চোট আঘাতের প্রবণতাও। ফাইনালের আগে অবশ্যই এটা স্বস্তির।

advertisement

তবে কুয়েত যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। গ্রুপ পর্বে সামান্য ভুলে জয় হাতছাড়া হয়েছিল। ফাইনাল পুরোপুরি ভিন্ন লড়াই। আশা করছি, ছেলেরা সেরাটা মেলে ধরতে সফল হবে।’ গত ১৩ বারের মধ্যে ৮ বার চ্যাম্পিয়ন। এরমধ্যে অধিকাংশ জয়ই এসেছে ৯০ মিনিটের লড়াইয়ে। তবে মঙ্গলবার স্যাফ কাপের ফাইনালে টুর্নামেন্টের ইতিহাসে কঠিনতম ফাইনাল খেলতে নামছে ভারত।

advertisement

advertisement

প্রতিপক্ষ শক্তিশালী কুয়েত। র‌্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে থাকলেও, সুনীল ছেত্রীদের কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি মধ্যপ্রাচ্যের দেশটি। তাই ঘরের মাঠে নবম স্যাফ কাপ জয়ের পথটা যে সহজ হবে না তা ভালোভাবেই জানেন ভারতীয় ফুটবলাররা। উল্লেখ্য, নির্বাসনের জেরে ফাইনালেও গ্যালারিতেই বসতে হবে কোচ ইগর স্টিমাচকে। ফাইনালে সন্দেশের ফেরাটা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ভারতীয় শিবিরকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অভিজ্ঞ এই ডিফেন্ডারও সেরা পারফরম্যান্স মেলে ধরতে মুখিয়ে। বললেন, ‘মহেশ ভাই (গাউলি) দেশের অন্যতম সেরা ডিফেন্ডার। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। ম্যাচে কখনও সমস্যায় পড়লে তাঁর সঙ্গে কথা বলি। গোটা প্রতিযোগিতায় আমরা ভালো খেলেছি।

বাংলা খবর/ খবর/খেলা/
SAFF Cup: সুনীল ছেত্রীর ভারতের সামনে আজ আবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ! ফাইনালে কঠিন লড়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল