প্রথমার্ধের খেলা এদিন ছিল গোলশূন্য৷ একদিকে বাংলাদেশের গোলরক্ষকের তুখোড় গোলকিপিং এবং অন্যদিকে ভারতীয় ফুটবলারদের নজিরবিহীন গোল মিসের হিড়িকে এদিন প্রথমার্ধে খাতা খুলতে পারেনি সুনীল ছেত্রীর ব্লু টাইগার্স৷ দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে সুনীল ছেত্রীর পেনাল্টি ভারতের জন্য ত্রাতা হয়৷
বাংলাদেশের গোলরক্ষক মিতুলকে টেক্কা দিয়ে সুনীল ছেত্রী ১-০ করে দেন৷ ইগর স্টিমাচের ছেলেরা চিনের বিরুদ্ধে শুরুটা ভালই করেছিল৷ প্রথমার্ধে ১-১ ম্যাচ থেকে শেষ হয়েছিল প্রথমার্ধ৷ ১-৫ গোলে চিনের কাছে শেষমেশ হেরে যায় ভারত৷
তবে প্রথম ম্যাচে হারের পর এদিনের ম্যাচে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল টিম ইন্ডিয়ার৷ শেষ পর্যন্ত ১-০ গোলে নব্বই মিনিটের ম্যাচ শেষ করে ফেলে৷ ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দল গ্রুপ এ-র একদম শেষে ছিল৷ নকআউটের ছাড়পত্রের জন্য এই জয় খুবই গুরুত্বপূর্ণ৷
এরপর ভারতের পরের খেলা রবিবার৷ প্রতিপক্ষ মায়নমার৷ এর আগে বাংলাদেশ মায়নমারের কাছে ০-১ গোলে হেরেছিল৷