TRENDING:

সাত বছর পর লা লিগা পেল ‘ নতুন তারা ’

Last Updated:

কখনও মেসি আবার কখনও রোনাল্ডো। বিশ্ব ফুটবলে এই দুই মহানায়কের টক্করে ম্লান ছিলেন এতদিন বাকি তারকারা। এবার সেখান থেকেই উত্থান লুই সুয়ারেজের। লা লিগার সর্বোচ্চ গোলদাতার দৌড় তিনিই সবার শীর্ষে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বার্সেলোনা: দুই মহাতারকার লড়াই ঘিরে এক গ্রহ। আর সেখানেই এবার থাবা বসিয়ে দিলেন ভিনদেশি তারা। তিনি লুই সুয়ারেজ। লা লিগার আসরে ৪০ গোল করে তিনিই সর্বোচ্চ গোলদাতা। ২০০৯ থেকে এই শিরোপা দখলে থাকত কখনও মেসির আবার কখনও রোনাল্ডোর। সাত বছর পর এবার সেইস্থানেই উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। শেষ ম্যাচে গ্রানাডার বিরুদ্ধে হ্যাটট্রিক করেই উজ্জ্বল মহাতারকার আসনে ঢুকে পড়লেন এবার উরুগুয়ের এই তারকা। কোনঠাসা বার্সাকে লিগে টেনে তুলতে শেষ ৫ ম্যাচে ২৪টির মধ্যে একাই করেন ১৪ গোল। ঝুলিতে রয়েছে ৬টি হ্যাটট্রিক। গোল করিয়েছেন ১৬টি। দেশ ও ক্লাবের হয়ে গোল করেছেন এবার ৫৯টি। গোলের পাস বাড়িয়েছেন ২৬টি। সর্বাধিক গোলের তালিকাতেও রোনাল্ডো-মেসিদের পিছনে ফেলে দিয়েছেন উরুগুয়ের এই তারকা। এনরিকের ‘এমএসএন’ মধ্যমনি হয়েই অসাধারণ কীর্তি। সব ঠিক থাকলে, সেরার সেরা পুরস্কারের জন্যও এবার অন্যতম হতে চলেছেন এই লুই সুয়ারেজ।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
সাত বছর পর লা লিগা পেল ‘ নতুন তারা ’