আরও পড়ুন - রোনাল্ডোকে শুভেচ্ছা জানিয়ে ব্যাপক গালাগালি খেলেন যুবরাজ! কারণ জানলে হাসি পাবে
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দাইয়ির পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, দাইয়ির পাসপোর্ট জব্দের খবরে তেহরানের সংস্কারবাদী পত্রিকা হামিহান লিখেছে, মাহশা আমিনির মৃত্যুতে লেখা ইনস্টাগ্রাম পোস্টের কারণে আলি দাইয়ির পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
গত ১৩ সেপ্টেম্বর ইরানের নৈতিক পুলিশের হাতে আটক হন ২২ বছর বয়সী কুর্দিশ তরুণী আমিনি। যথাযথ নিয়ম মেনে হিজাব না পরার অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল। এর তিন দিন পর তাঁর মৃত্যুর খবর জানায় পুলিশ। এরপর পুলিশের অত্যাচারে মাসার মৃত্যু হয়, এমন অভিযোগ অনেকের।
এ ঘটনায় ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে কঠোর ভূমিকায় থামানোর চেষ্টা করে সরকার। ২৭ সেপ্টেম্বর এ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন আলি দাইয়ি। ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, ইরানের জনগণের ওপর দমন, নির্যাতন ও গ্রেপ্তার চালানোর বদলে তাঁদের সমস্যার সমাধান করুন।
১৯৯৩ সালে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা দাইয়ি ইরানের হয়ে সর্বশেষ খেলেন ২০০৬ বিশ্বকাপে। ১৩ বছরের ক্যারিয়ারে ১৪৯ ম্যাচে ১০৯ গোল করেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো তাঁকে টপকে যাওয়ার আগপর্যন্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের রেকর্ড ছিল দাইয়ির। ইউরোপের ক্লাব ফুটবলে খেলা প্রথম ইরানি ফুটবলারও ছিলেন দাইয়িই।