TRENDING:

আদালতের বিরুদ্ধে ‘অঘোষিত অনাস্থা’ শ্রীনি শিবিরের

Last Updated:

অঘোষিত অসহযোগ। সুপ্রিম রায়ের বিরুদ্ধে এটাই আপাতত শ্রীনির নেতৃত্বে বাতিল ক্রিকেট প্রশাসকদের স্ট্র‍্যাটেজি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: অঘোষিত অসহযোগ। সুপ্রিম রায়ের বিরুদ্ধে এটাই আপাতত শ্রীনির নেতৃত্বে বাতিল ক্রিকেট প্রশাসকদের স্ট্র‍্যাটেজি। ১৯ জানুয়ারি পর্যবেক্ষক প‍্যানেল গড়বে আদালত। ২ দিনের মধ‍্যেই ফের মহা-বৈঠকে শ্রীনি শিবির। এদিকে ইংল‍্যান্ড সিরিজের আগে পদত‍্যাগের হিড়িক ক্রিকেট কর্তাদের মধ্যে।
advertisement

সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অঘোষিত অনাস্থার অসহযোগ। এক কথায় শ্রীনির নেতৃত্বে এটাই এখন বোর্ডের বাতিল কর্তাদের গেমপ্ল‍্যান। যার প্রাথমিক প্রভাব পড়তে পারে আসন্ন ভারত-ইংল‍্যান্ড একদিনের সিরিজে। ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মত রাজ‍্য ক্রিকেট সংস্থায় এখন পদত‍্যাগের ধুম। মুখে কেউ সরাসরি না বললেও টার্গেট মোক্ষম সময়ে হাত গুটিয়ে নেওয়া। যার পিছনে শ্রীনির অলিখিত ফতোয়াকেই দেখছে ক্রিকেটমহল। আর অচলাবস্থার জেরে কারা কোহলিদের ম‍্যাচ আয়োজন করবেন, সেটাই সবচেয়ে বড় দুশ্চিন্তা লোধা কমিশনের কাছে।

advertisement

ফেব্রুয়ারিতেই সিএবি-র মতো আরও পাঁচটি রাজ‍্য সংস্থায় নির্বাচনের প্রস্তুতি চলছে। তবে জোরকদমে সংস্কার আটকাতে আসরে নেমে পড়েছেন বাতিল কর্তারা। ১৯ জানুয়ারি বোর্ডের পর্যবেক্ষক প‍্যানেলেন নাম জানাবে সুপ্রিম কোর্ট। পাল্টা চাল হিসেবে ২১ জানুয়ারি ফের মহা-বৈঠক ডাকতে চলেছেন শ্রীনি। যে বৈঠক হতে পারে চেন্নাই বা বেঙ্গালুরুতে। তবে আপাতত শিবিরের সব বাতিল কর্তাকেই মিডিয়ার থেকে দূরে থাকার দাওয়াই দিয়েছেন শ্রীনিবাসন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আদালতের বিরুদ্ধে ‘অঘোষিত অনাস্থা’ শ্রীনি শিবিরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল