আরও পড়ুন– অভিনয় থেকে প্রযোজনা, সফল দুই বাঙালি অভিনেতার মাইক্রো সিরিজ মাতাতে চলেছে বছর শেষের মরশুম
রণতুঙ্গা এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে তেল কেনার চুক্তি দেওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন করার এবং বেশি খরচ করার অভিযোগ রয়েছে । দুর্নীতির উপর নজর রাখা একটি সংস্থা বলেছে যে, মোট ২৭ বার কেনাকাটা করা হয়েছিল, যার কারণে দেশের প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপির ক্ষতি হয়েছে । এই পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ২৩.৫ কোটি টাকার সমান । দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য গঠিত কমিশনের মতে, এই কেনাকাটা ২০১৭ সালে করা হয়েছিল ।
advertisement
রণতুঙ্গার শ্রীলঙ্কা এবং আমেরিকার দ্বৈত নাগরিকত্ব রয়েছে । এই মামলার পরবর্তী শুনানি ১৩ মার্চে হওয়ার কথা । অর্জুন রণতুঙ্গার আরেক ভাই, প্রসন্নকে গত মাসে একটি বীমা জালিয়াতির মামলায় গ্রেফতার করা হয়েছিল । গত বছর ক্ষমতায় আসার পরেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক জানিয়ে দিয়েছিলেন, যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত হবে। তদন্ত কমিশন তৈরি করেন তিনি। সেই কমিশনই তদন্ত করে দোষী সাব্যস্ত করেছে ৬২ বছর বয়সি রণতুঙ্গাকে। তাঁর ভাই প্রসন্ন রণতুঙ্গা শ্রীলঙ্কার প্রাক্তন পর্যটনমন্ত্রী ছিলেন। তাঁকেও দুর্নীতির অভিযোগ গত মাসে গ্রেফতার করা হয়। ১৯৯৬ সালে রণতুঙ্গার নেতৃত্বেই বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। ফাইনালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারায় শ্রীলঙ্কা।
