হঠাৎ এই নায়িকার টার্গেট কেন সচিন তেন্ডুলকর ? শ্রী রেড্ডি লিখেছেন, সচিন তেন্ডুলকর একজন রোম্যান্টিক মানুষ। যখনই তিনি হায়দরাবাদে আসেন, ‘চার্মিং গার্ল’ (পরোক্ষভাবে তিনি ইঙ্গিত করতে চেয়েছেন অভিনেত্রী চার্মি কউরকে) তাঁর সঙ্গে রোম্যান্স করতে লেগে পড়েন। হাই প্রোফাইল চামুণ্ডেশ্বর স্বামী এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেন। ‘গ্রেটেস্ট’ মানুষরা ভালই খেলেন ৷ মানে রোম্যান্সের ক্ষেত্রেও।
advertisement
এমন ঘটনার প্রতিক্রিয়া যে সাংঘাতিক কিছু ঘটবে, তা মোটামুটি সহজেই বোঝা সম্ভব ৷ স্বাভাবিকভাবেই দেশের ক্রিকেট আইকন-এর ব্যাপারে এমন বেফাঁস মন্তব্য করার পর শ্রী রেড্ডি সচিন-ভক্তদের হাত থেকে রেহাই পাননি। সচিন ভক্তরা টিটকারি এবং গালিগালাজে ভরিয়ে দেন শ্রী-কে ৷ ফেসবুক পোস্টে অভিনেত্রী কী লিখেছিলেন, দেখে নিন নীচে ৷