নেদারল্যান্ডের বিরুদ্ধে টস দিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে করে ১৬২ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন কুশল মেন্ডিস। এছাড়া ৩১ রান করেন চারিথ আসালঙ্কা। এছাড়া ১৯ রান করেন ভানুকা রাজাপক্ষ ও ১৪ রান করেন পাথুম নিশঙ্কা। নেদারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন পল ভ্যান মিকিরন ও ব্যাস দি লিড।
advertisement
১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকে শেষ পর্যন্ত একাই লড়াই করে যান নেদারল্যান্ডের ওপেনার ম্যাক্স ও ডাউড। ৫৩ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি দলকে। কার তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি অন্য ডাচ ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে ন্যাদারল্যান্ডের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ওয়ানিন্দু হাসরঙ্গা।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া ছাড়া বিশ্বকাপে এই ভারতকে আটকানোর দম নেই কারও, চ্যালেঞ্জ সানির
এই ম্যাচ জয়ের ফলে ২ ম্যাচে জিতে গ্রুপ টেবিলে টপার হয়ে সুপার ১২-এ তে পৌছল দাসুন শানাকার দল। ৩ ম্যাচে দুটি জয়ে শ্রীলঙ্কার পয়েন্ট চার। অপরদিকে নেদারল্যান্ড ম্যাচ হারলেও তারা পৌছে গিয়েছে মূল পর্বে। কারণ নামিবিয়া সংযুক্ত আরব আমিরশাহির কাছে হেরে যাওয়ায় সুপার ১২-তে যাওয়ার দরজা খুলে যায় ডাচদের।