আরও পড়ুন: দিঘা, মন্দারমণিতে ছাড় পাবেন না পর্যটকরা! রিমল নিয়ে সতর্ক নবান্ন, কড়া নির্দেশ
সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে হার্দিকের স্ত্রী নাতাশা স্টানকোভিচ নিজের নাম থেকে বাদ দিলেন পান্ডিয়া পদবি। এছাড়াও কিছু দিন ধরে দু’জনের একসঙ্গে ছবিও আর দেখা যাচ্ছে না সমাজমাধ্যমে। দু’জনের সম্পর্ক নিয়ে আরও জল্পনা ছড়িয়েছিল ৪ মার্চ নাতাশার জন্মদিনে হার্দিক সমাজমাধ্যমে কিছুই পোস্ট করেননি। এর পরেই দু’জনের আদৌ আছে কি? সেই নিয়েই সন্দেহ রয়েছে অনেকের।
advertisement
আরও পড়ুন: দিঘা, মন্দারমণিতে ছাড় পাবেন না পর্যটকরা! রিমল নিয়ে সতর্ক নবান্ন, কড়া নির্দেশ
এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, “আগে নিজের প্রোফাইলে নাম হিসাবে নাতাশা লিখতেন নাতাশা স্টানকোভিচ পান্ডিয়া, কিন্তু এখন তিনি আর সেই নাম নেই। বাদ চলে গিয়েছে পান্ডিয়া পদবি। শুধু তাই নয়, একটি পোস্ট ছাড়া হার্দিকের সঙ্গে সম্প্রতি করা সব পোস্টই মুছে দিয়েছেন নাতাশা। সেই পোস্টে নাতাশা-হার্দিকের সঙ্গে ছিলেন অগস্ত্য”। সত্যিই কি সম্পর্ক রয়েছে দু’জনের? বিভিন্ন মহলে নানা জল্পনা চললেও দুই জনের কেউই এই নিয়ে কিছু জানাননি।