একে নতুন বছর, শীতের আমেজ, উৎসবের মরসুম। তারউপর দীর্ঘ দিন পর ইডেন গার্ডেন্সে ভারত বনাম শ্রীলঙ্কার একদিনের ম্যাচ। ১২ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচে কলকাতায় মখোমুখি হবে টিম ইন্ডিয়া ও লঙ্কান লায়ন্সরা। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তিলোত্তমার ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আর রবিবার থেকেই এই মেগা ম্যাচের টিকিট বিক্রি শুরু করে দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
advertisement
সিএবির তরফে জানানো হয়েছে প্রথমে অনলাইন ও কাউন্টার মিলিয়ে মোট ১৫ হাজার টিকিট দেওয়া হয়েছে। অনলাইনে বুক মাই শো-তে পাওয়া যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট। এছাড়া অফ লাইনে কাউন্টার থেকেও টিকিট দেওয়া শুরু হয়েছে। রবিবার থেকে শুরু করে ম্যাচের আগের দিন বুধবার পর্যন্ত টিকিট বিক্রি করবে সিএবি। এই ম্যাচের জন্য ৩টি দামের টিকিট রয়েছে। সর্বনিম্ন টিকিটের দাম ৬৫০ টাকা। এ ছাড়াও ১০০০ টাকা এবং ১৫০০ টাকার টিকিট রয়েছে। টিকিট বিক্রির প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে চাহিদা রয়েছে।