নিজের শেষ চেষ্টায় ২০২০ সালে তিনি ২২৯ ফুট সাঁতার কেটে ৭.৯ ইঞ্চি বরফের নিচে গিয়েছিলেন৷ তাঁর নতুন চেষ্টায় তিনি কোনওরকম গ্যাজেটের সাহায্য ছাড়াই এই কাজ করেন৷
তার প্রচেষ্টায় ফিলারি নিজের ইনস্টাগ্রাম, ‘‘আমার বরফের তলায় রেকর্ড করার শেষ, আর দক্ষিণ আফ্রিকার সংবাদপত্রে প্রথম পাতা হওয়ারও৷ যদি আমার এই ক্রাউড ফান্ডিংয়ের ডোনেশনে আমি নিজেকে দিয়ে দিলেও এখনও অনেক দূরে আছি৷ অনেক ধন্যবাদ সকলকে যে আপনারা সকলে অনুদান দিয়েছেন৷ আমার নরওয়ের দারুণ দল যা আমাকে সাহায্য করেছে৷ ’’
advertisement
দেখে নিন ভাইরাল নিউজের ভাইরাল ভিডিও...
অ্যাম্বার একজম মোটিভেশনাল স্পিকার৷ GWR অনুযায়ি অ্যাম্বার দীর্ঘতম জলের তলায় হেঁটেছিলেন এক নিঃশ্বাসে (মহিলা)৷ তিনি ১০৯.৬০ মিটার দাহাবে হেঁটেছিলেন৷
এই বিশেষ রেকর্ড অ্যাম্বার নিঃশ্বাস ধরে রাখার ট্রেনিং করেন৷ তিনি স্থানীয় সুইমিং পুলে ট্রেনিং করেন৷ জিমেও প্রস্তুতি সেরেছিলেন৷ তারপরে বার্লিনে পাঁচদিনের ট্রেনিং করেন৷ যাতে তাঁর শরীর ধীরে ধীরে শীত নিতে পারেন৷
সমস্ত চ্যালেঞ্জ সহ্য করেও অ্যাম্বার পরে জানিয়েছেন তিনি কঠিন ট্রেনিং উপভোগ করেছেন৷ তিনি আগের বারের রেকর্ডেও থামেননি তিনি৷ এর আগে তিনি তাঁর স্বামীকে হারিয়েছিলেন৷ অত্যধিক মদ্যপানের জন্য কিডনি ফেলিওর হওয়ায় তাঁর মৃত্যু হয়৷