এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্সের উইকেট দেখে যা মনে হচ্ছে প্রথম দিন থেকেই বল টার্ন করতে পারে। দ্বিতীয়-তৃতীয় দিন থেকে তা আরও বাড়বে। ভারতীয় দলও প্রথম একাদশে ৩ স্পিনার রেখে রণনীতি সাজাচ্ছে। পাল্টা একই পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা দলও। ভারত সফরে ৩ জন স্পিনার রয়েছে। কেশব মহারাজ, সেনুরান মুথুস্বামী ও সাইমন হারমার। এছাড়াও পার্টটাইম স্পিনার হিসেবে দলে রয়েছে এইডেন মার্করাম, ডিওয়াল্ড ব্রেভিসরা।
advertisement
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকেও প্রোটিয়া কোচের কথায় শোনা গিয়েছে তাদের স্পিন অ্যাটাক নিয়ে আত্মবিশ্বাসের সুর। ইডেনে স্পিন অস্ত্রেই ভারতকে পাল্টা চ্যালেঞ্জ দিতে যে তার দল প্রস্তুত তা বুঝিয়ে দিয়েছেন শুকরি কনরাড। তিনি বলেছেন, দলে ভাল মানের স্পিনার থাকলে সুবিধা। তাতে আত্মবিশ্বাস বাড়ে। এখন যে আক্রমণ আছে সেটা উপমহাদেশে অনেক বেশি কার্যকর।”
আরও পড়ুনঃ ইডেন টেস্ট চলাকালীনই শামির সামনে বড় সুযোগ, খুলতে পারে ভারতীয় দলের দরজা!
এছাড়াও প্রোটিয়া কোচ ভারতীয় দলকে কার্যত হুঁশিয়ারী দিয়ে রেখেছেন। কনরাড বলেছেন,”বিশ্বের যে কোনও দেশের তুলনায় ভারতের মাটিতে খেলা কঠিন। এ বার ভারতকে হারাতে আমরা তৈরি। দলের সকলের খিদে অনেক বেশি। ভারতকে হারানোর মতো অস্ত্র আমাদের দলে আছে। আশা করছি আমরা ইডেনে ম্যাচ জিতে ইতিহাস তৈরি করতে পারব।”
