তারা সেই সুযোগ হারাতে চায় না। বাস্কেটবল খেলোয়াড় জিয়ানিস আনটেটকনপো একটি টুইট করেন। সেখানে নিজের একটি ছবি দিয়ে তিনি লেখেন, আমাকে এমবাপের মতো দেখতে। আল হিলাল আমাকে নিতে পারো। আনটেটকনপোর সেই টুইটে হাসির ইমোজি দেন। যা দেখে মনে করা হচ্ছে যে, এমবাপে আল হিলালে যাওয়ার ব্যাপার নিয়ে নিজেই মশকরা করছেন। সূত্রের খবর এমবাপে নাকি রিয়াল মাদ্রিদে যাবেন।
advertisement
সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নস লিগ জেতা ক্লাবকে নাকি কথা দিয়ে দিয়েছেন তিনি। ফরাসি তারকা বন্ধুদের জানিয়েছেন যদি টাকাই তার মূল লক্ষ্য হত, তাহলে পিএসজির টাকাতেই সন্তুষ্ট ছিলেন। সৌদি আরবে যাওয়ার তার ইচ্ছে নেই। প্রাথমিক কারণ কার বয়স সবে ২৪ বছর। অতীতের বড় তারকারা যারা এখন ইউরোপের ক্লাবের সুযোগ পাচ্ছেন না, তারাই যাচ্ছেন সৌদিতে।
তিনি এখন জীবনের সেরা ছন্দে আছেন। তাই খেলবেন ইউরোপের বড় ক্লাবে। মনে করা হচ্ছে আর কয়েক দিনের মধ্যেই এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবর প্রকাশিত হবে। তাকে নিতে চায় বার্সেলোনাও। তবে স্পেনে খেললে রিয়েলই প্রথম পছন্দ
এমবাপের।