মধ্যরাতে ডোনা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন সেলিব্রেশনে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। কেক কেটে সৌরভ গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানাকে খাইয়ে দেন ডোনা। দুটি কেক ছিল ডোনার মধ্যরাতের জন্মদিন সেলিব্রেশনে। বরাবর ডোনার জন্মদিন পরিবার ও কাছের মানুষদের ঘিরেই পালিত হয়েছে। সৌরভ থেকে সানা ও পরিবারের অন্যান্য সদস্যরা স্পেশাল গিফটও দিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়কে। ব্যবস্থা করা হয়েছে স্পেশাল মেন্যুরও।
advertisement
আরও পড়ুনঃ রোহিতের জায়গায় ওডিআই অধিনায়ক হচ্ছেন শ্রেয়স? সব কিছু সাফ করে দিলেন বোর্ড কর্তা!
প্রসঙ্গত, বরাবরই খুব ধুমধামের সঙ্গে নিজের জন্মদিন পালন করেন না ডোনা গঙ্গোপাধ্যায়। তবে এই দিনটিতে পরিবারের তরফ তাঁকে স্পেশাল ফিল করাতে কোনও খামতি রাখা হয় না। মহারাজের দেওয়া বিশেষ উপহার। সেটা তো সবসময়ই স্পেশাল বলে সবসময় জানিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর শিক্ষার্থীরাও শুভেচ্ছা জানিয়েছেন ও জন্মদিন পালন করেছেন।