সৌরভের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক জয় শাহর। প্রচুর দায়িত্ব পালন করেন তিনি। জয় নিজেও স্বীকার করেছেন সৌরভের থেকে অনেকটা কাজ শিখেছেন তিনি। সৌরভ মনে করেন ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রশাসক হিসেবে জয়ের মধ্যে অনেক গুণ রয়েছে। পাশাপাশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংও শাহকে তার শুভেচ্ছা জানিয়েছেন এবং পঞ্জাবে ক্রিকেটের উন্নয়নে সমর্থনের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
advertisement
টুইটারে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি জয় শাহকে তাঁর ৩৩তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। আরও বেশকিছু প্রাক্তন প্রাক্তন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় জয় শাহকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের ওপেনার গৌতম গম্ভীর টুইটারে লিখেছেন, ভারতীয় ক্রিকেটকে সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য আপনার সাফল্য কামনা করছি!
ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানও শাহকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন। প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং ও বিসিসিআই সচিবের দীর্ঘায়ু কামনা করেছেন। চলতি মাসের শুরুর দিকে, সুপ্রিম কোর্ট বিসিসিআই-এর সংবিধানে প্রস্তাবিত পরিবর্তনগুলি গ্রহণ করেছে, যা বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সেক্রেটারি জয় শাহকে তাদের নিজ নিজ মেয়াদের মেয়াদ বাড়ানোর অনুমতি দিয়েছে।