TRENDING:

Sourav Ganguly Covid Positive: করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ! ভর্তি হাসপাতালে

Last Updated:

Sourav Ganguly tests COVID-19 positive: চিকিৎসকরা জানিয়েছেন, বিসিসিআই প্রেসিডেন্টের অবস্থা স্থিতিশীল ৷ ওমিক্রন পরীক্ষার জন্যও নমুনা পাঠানো হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: করোনায় আক্রান্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ রবিবার তাঁর হাল্কা জ্বর এসেছিল ৷ তারপর করোনা পরীক্ষা করার পরেই সৌরভের রিপোর্ট পজিটিভ ধরা পড়ে ৷ শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, বিসিসিআই প্রেসিডেন্টের অবস্থা স্থিতিশীল ৷ ওমিক্রন পরীক্ষার জন্যও নমুনা পাঠানো হয়েছে (Sourav Ganguly tests COVID-19 positive) ৷
File Photo Of Sourav Ganguly
File Photo Of Sourav Ganguly
advertisement

গতকাল, সোমবার রাত সাড়ে ১১টায় সৌরভ গঙ্গোপাধ্যায় ভর্তি হন উডল্যান্ডস হাসপাতালে। আপাতত ৩২৯ নম্বর আইসোলেশন কেবিনে রাখা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। জিনোম সিকোয়েন্সের জন্যে নমুনা পাঠানো হয়েছে। চিকিৎসক সপ্তর্ষি বসু এবং চিকিৎসক সৌতিক পান্ডার তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। সৌরভের পরিবারে অন্য কারোর এখনও কোনও উপসর্গ পাওয়া যায়নি ৷

আরও পড়ুন-লক্ষ্য যুব সমাজ, ত্রিপুরার ময়দানে খেলা শুরু তৃণমূলের

advertisement

জানা গিয়েছে, সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য বেশ কয়েকটি বিজ্ঞাপনের শ্যুটিংও করেন তিনি ৷ টি২০ বিশ্বকাপ থেকে শুরু করে আইপিএল, বেশ কয়েকটি টুর্নামেন্টের জন্য গত কয়েক মাসে বেশ কয়েকবার বিদেশযাত্রাও করেছিলেন তিনি ৷ সম্প্রতি মুম্বই গিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ সেটাই শেষ সফর তাঁর ৷ মুম্বই গিয়েই করোনায় আক্রান্ত হলেন কী না, তা অবশ্য স্পষ্ট নয় ৷ সৌরভের অবস্থা এখন স্থিতিশীল ৷ তিনি নিজেও যত দ্রুত সম্ভব বাড়ি যেতে চান ৷

advertisement

আরও পড়ুন-কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ! দুই বঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চলতি বছরের জানুয়ারি মাসে হৃদযন্ত্রের সমস্যার জন্য সৌরভের হার্টে স্টেন বসেছিল। তবে করোনার কারণে সেই সব কোনও চিন্তা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷

বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly Covid Positive: করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ! ভর্তি হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল