গতকাল, সোমবার রাত সাড়ে ১১টায় সৌরভ গঙ্গোপাধ্যায় ভর্তি হন উডল্যান্ডস হাসপাতালে। আপাতত ৩২৯ নম্বর আইসোলেশন কেবিনে রাখা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। জিনোম সিকোয়েন্সের জন্যে নমুনা পাঠানো হয়েছে। চিকিৎসক সপ্তর্ষি বসু এবং চিকিৎসক সৌতিক পান্ডার তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। সৌরভের পরিবারে অন্য কারোর এখনও কোনও উপসর্গ পাওয়া যায়নি ৷
আরও পড়ুন-লক্ষ্য যুব সমাজ, ত্রিপুরার ময়দানে খেলা শুরু তৃণমূলের
advertisement
জানা গিয়েছে, সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য বেশ কয়েকটি বিজ্ঞাপনের শ্যুটিংও করেন তিনি ৷ টি২০ বিশ্বকাপ থেকে শুরু করে আইপিএল, বেশ কয়েকটি টুর্নামেন্টের জন্য গত কয়েক মাসে বেশ কয়েকবার বিদেশযাত্রাও করেছিলেন তিনি ৷ সম্প্রতি মুম্বই গিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ সেটাই শেষ সফর তাঁর ৷ মুম্বই গিয়েই করোনায় আক্রান্ত হলেন কী না, তা অবশ্য স্পষ্ট নয় ৷ সৌরভের অবস্থা এখন স্থিতিশীল ৷ তিনি নিজেও যত দ্রুত সম্ভব বাড়ি যেতে চান ৷
আরও পড়ুন-কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ! দুই বঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে?
চলতি বছরের জানুয়ারি মাসে হৃদযন্ত্রের সমস্যার জন্য সৌরভের হার্টে স্টেন বসেছিল। তবে করোনার কারণে সেই সব কোনও চিন্তা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷