মার্চ মাসে তৈরি একটি ভিডিও আবার ভাইরাল হয়েছে। যেখানে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাচ্ছে। ভিডিওতে তিনি এক নবদম্পতিকে হানিমুনে ইংল্যান্ডে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। ভিডিওতে দেখা গিয়েছে, বিমানবন্দরে তাঁর সঙ্গে বাংলার এক নবদম্পতির দেখা হয়। সেই মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সৌরভ খুব খোলামেলা ভাবে কথা বলছেন ভক্তদের সঙ্গে, যা সকলেই খুবই পছন্দ করছে।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা সৌরভকে বলেন যে তিনি সদ্য বিবাহিত। সৌরভ তখন বলেন, “এটা খুব ভালো বিষয়। বিয়ের পর তুমি খুশি তো?” মহিলা উত্তরে বলেন, “হ্যাঁ, আমি খুব খুশি, আমি হানিমুনে গিয়েছিলাম।” সৌরভ তখন ভিডিও করছিলেন যে ব্যক্তিকে দেখিয়ে জিজ্ঞেস করেন, “এ কি তোমার স্বামী?” তারপর তিনি বলেন, “তাহলে তুমি দিল্লিতে মধুচন্দ্রিমা করে কাজ সেরে নিয়েছ।” উত্তরে মহিলার স্বামী বলেন, “না স্যার, আমরা কাশ্মীরে গিয়েছিলাম।”
আরও পড়ুনঃ ৫১ বলে ১৫১ রান, একাই মারলেন ১৯টি ছয়, ক্রিকেটে তৈরি হল নতুন ইতিহাস
ভিডিওতে এরপরই আসে সবথেকে মজার অংশ। ওই ব্যক্তির কাশ্মীরে হানিমুনে যাওয়া শুনে দাদা হেসে বলেন, “আরে, এটা এভাবে হয় না। কাশ্মীরে গেলে হবে না, ইংল্যান্ডে যেতে হবে।” তখন নবযুবক বলেন, “দাদা, খরচ বাড়াবেন না।” উত্তরে সৌরভ বলেন, “আরে, খরচ থাকলে কী হবে, তোমার তো একটাই স্ত্রী আছে!” যেভাবে ভক্তের হানিমুন ডেস্টিনেষন সিলেক্ট করে দিয়েছেন সৌরভ, তা মনে ধরেছে নেটিজেনদের।