ভারতীয় ক্রিকেট প্রশাসনের মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে রজার বিনি যে বসতে চলেছেন, তা একপ্রকার নিশ্চিৎ। ১৮ অক্টোবর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। মঙ্গলবার সরকারিভাবে বিসিসিআই সভাপতি হিসেবে মেয়াদ শেষ হতে চলেছে সৌরভের। বর্তমান সভাপতি হিসেবে শেষবার বৈঠকে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের নতুন প্যানেলেও নির্বাচিত হবে মঙ্গলের বৈঠকে।
আরও পড়ুনঃ বোর্ড থেকে কেন বাদ সৌরভ? ফুঁসে উঠেও মোদির কাছে আইসিসি-র জন্য আবেদন মমতার
advertisement
বোর্ডের নতুন প্যানেলের পাশাপাশি আইসিসির নির্বাচনে ভারতীয় বোর্ডের তরফে কাউকে প্রার্থী করা হবে কিনা। আর প্রার্থী করার সিদ্ধান্ত গৃহীত হলে কে তিনি, তাও মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ড সূত্রে খবর, বিসিসিআই সভাপতির পদ খোয়ালেও সৌরভের আইসিসি চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা এখনও আছে। যদিও পুরো বিষয়টা নির্ভর করছে বিসিসিআইয়ের ক্ষমতাসীন গোষ্ঠী জয় শাহদের উপর।
প্রসঙ্গত, আইসিসিতে প্রার্থী হওয়ার দৌড়ে নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। ফলে সৌরভের আইসিসি-তে যাওয়ার লড়াইটা খুব একটা সহজ হবে না। তবে বিসিসিআই সূত্রে খবর, বিগত কয়েক দিনে বোর্ডের অন্দরে সৌরভের পরিস্থিতি আগের থেকে একটু ভালো জায়গায় এসেছে। আগামী ২০ অক্টোবর আইসিসির নির্বাচনের মনোনয়ন দেওয়ার শেষ দিন। আর সিএবি’র মনোনয়ন দেওয়ার শেষদিন ২২ অক্টোবর। ফলে মঙ্গলে সৌরভ গঙ্গোপাধ্যায়ে ভাগ্যের চাকা আরও একবার ঘোরে কিনা সেটাই দেখার। মিরাকেল ঘটার অপেক্ষায় সৌরভ ভক্তরা।