সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার এক অনুষ্ঠানে দেখা গেল গায়কের ভূমিকায়। তিনি যে গানটা দুর্দান্ত গাইলেন তা নয়, তবে তিনি গান গাওয়ার সেই মুহূর্তটাকে উপভোগ করলেন নিজের মতো করে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায় গান, ব্যাপারটা অনুষ্ঠানে উপস্থিত সকলেও বেশ উপভোগ করলেন। নচিকেত লেলের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। কিছুদিন আগের ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে নতিকেতের আবদারে গান গাইছেন দাদা।
advertisement
আরও পড়ুন- স্বামী মজে পরকীয়ায়, ছেলেকে নিয়ে একা লড়ছেন, সানিয়া মির্জার জীবন কি ছারখার!
শাহরুখ খানের সিনেমা পরদেশ-এর গান ‘ইয়ে দিল দিওয়ানা’ গানটি গাইলেন মহারাজ। পুরো গানটি অবশ্য তিনি করেননি। তবে যেটুকু অংশ গাইলেন তাতেই দাদার ভক্তরা অবাক।
সারা বছরই ব্য়স্ত থাকেন সৌরভ। আগে বিসিসিআই সভাপতি ছিলেন। তখন ব্যস্ততার শেষ ছিল না। এখন আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত তিনি। আর সামনেই আইপিএলের ভরা মরশুম। ফলে তাঁর এখন আবার ব্যস্ততার শেষ নেই।
আরও পড়ুন- সৌরভের দাদাগিরি-তে যেতে চান? দুর্দান্ত সুযোগ, গ্র্যান্ড অডিশন-এর তারিখ ঘোষণা
ক্রিকেটের বাইরেও মহারাজ ব্যস্ত থাকেন শুটিংয়ে। কখনও বিজ্ঞাপনের শুটিং, কখনও আবার দাদাগিরি সঞ্চালনা। এছাড়া শোনা যাচ্ছে, কিছুদিন পর থেকেই সৌরভের বায়োপিকের শুটিং শুরু হবে। তা নিয়েও ব্যস্ত থাকবেন দাদা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F