তার উচিত শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলা এবং আগামী পাঁচ বছরে সচিনের রেকর্ড ভাঙা। বিরাট কোহলি একদিনের ক্রিকেট খেলা বন্ধ করুন দেখতে চান না সৌরভ। প্রাক্তন প্রতিপক্ষ শোয়েবকে সৌরভ বলেছেন বিরাট কোহলি কোন ফরম্যাটে খেলবে বা খেলবে না সেটা একমাত্র ওই ঠিক করবে। কারণ ও পারফর্ম করছে এখনও।
তাই বিরাটের লক্ষ্য কি হওয়া উচিত সেটা অন্য কারও বলে দেওয়ার প্রয়োজন নেই। যদি পারফর্ম না করত, তখন না হয় বলা যেত। কিন্তু বিরাট ভারতের জার্সিতে এখনও মাঠে নামলে যে তাগিদ এবং খিদে দেখায় সেটা অনেকের দেখে শেখা উচিত মনে করেন সৌরভ। আসলে শোয়েব বলতে চেয়েছিলেন বিরাট কোহলির বয়স হচ্ছে। নেহাত প্রচন্ড ফিট বলে তিনটে ফরমেট চালিয়ে যেতে পারছে।
তাই পাল্টা দিয়েছেন সৌরভ। মহারাজ পাক তারকাকে মনে করিয়ে দিয়েছেন বিরাট যতদিন পারফর্ম করবেন খেলবেন। এই নিয়ে তৃতীয় ব্যক্তির বক্তব্য বেকার। আসলে সৌরভ বনাম বিরাট লড়াই যতটা না হয়েছিল, তার থেকে বেশি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল মিডিয়াতে।
আসলে দুজনেই দেশের গর্ব। সৌরভ ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলেও চ্যাম্পিয়ন করতে পারেননি। বিরাট নিজে চ্যাম্পিয়ন হয়েছেন ক্রিকেটার হিসেবে। ১২ বছর পর দেশের মাটিতে আবার সেই সুযোগ এসেছে কিং কোহলির সামনে।