ইডেনে সৌরভ-রণবীর সাক্ষাতের আসল কারণ কি? তবে সমস্ত জল্পনা-কল্পনায় জল ঢেলে সৌরভ জানিয়ে দিলেন আসল সত্যি। নিউজ18 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সৌরভ স্পষ্ট করে দেন,"রণবীরের কলকাতায় আগমন ওর নতুন সিনেমা 'তু ঝুটি মে মক্কার' এর প্রমোশনের জন্য। এর সঙ্গে সৌরভকে নিয়ে তৈরি হওয়া সিনেমার কোন সম্পর্ক থাকছে না।" আসলে রণবীরের নতুন সিনেমার প্রোডাকশন হাউজ এবং সৌরভের বায়োপিকের প্রোডাকশন হাউস এক।
advertisement
লভ রঞ্জন প্রোডাকশনে তরফ থেকে সৌরভের বায়োপিক বেরোবে। তবে তাদের পরবর্তী সিনেমা রণবীরের 'তু ঝুটি টি মে মক্কার'। প্রোডাকশন হাউজের উদ্যোগে তাই জোরদার প্রমোশনের জন্যই সৌরভের সঙ্গে রণবীরের এই সাক্ষাৎ বলে খবর। রবিবার কলকাতা এসে রণবীর আরও কয়েকটি জায়গায় প্রমোশনের কাজ করবেন বলে জানানো হয়েছে। সৌরভের সঙ্গে ইডেনে দেখা হলে ক্রিকেটও হতে পারে দুজনের মধ্যে। কারণ দিল্লি ক্যাপিটালসের তিন দিনের শিবির কলকাতায় চলছে। রবিবার ইডেনেই অনুশীলন করবে দিল্লি। অনুশীলনে থাকা ক্রিকেটারদের সঙ্গেও দেখা হতে পারে রণবীরের।
আরও পড়ুন: Lionel Messi: তাঁর থেকেও সেরা কে, নিজেই জানালেন লিওনেল মেসি
সৌরভের বায়োপিকের খবর যখন নিউজ18 বাংলাতে এক্সক্লুসিভ প্রথমবার প্রকাশিত হয় তখন সৌরভ প্রথম ইন্টারভিউ দিয়ে জানিয়েছিলেন তার বায়োপিকে তিনি রণবীর কাপুরকে দেখতে চান। তারপর থেকেই বড়পর্দার সৌরভের ভূমিকায় রণবীর কাপুরের অভিনয়ের খবরের জল্পনা শুরু হয়। সূত্রের খবর প্রোডাকশন হাউসের তরফ থেকে রণবীরকে বলা হয়েছিল সৌরভের ভূমিকায় অভিনয় করার জন্য। কিন্তু এমনিতেই সঞ্জয় দত্তের বায়োপিক করে ফেলা রণবীর নিমরাজি ছিলেন। শুটিংয়ের জন্য সময় দেওয়াও তার পক্ষে সম্ভব ছিল না বলে খবর। তাই বিকল্প কাউকে ভাবা হচ্ছে সৌরভের ভূমিকায়। ঋত্ত্বিক থেকে ভিকি কৌশল প্রত্যেকের নাম চর্চায় রয়েছে। তবে সেই তালিকায় যে রণবীর নেই তা সৌরভ নিজেই জানিয়ে দিচ্ছেন।