শুক্রবার ব্যারাকপুরে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ পরিবারের কৃতি ছাত্র ছাত্রীদের উৎসাহদান অনুষ্ঠান উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানটি আয়োডজিত হয় ব্যারাকপুর সুকান্ত সদনে। সেখানে উপস্থিত হয়ে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার প্রদান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য আর্মস পুলিশের ডিজি অনুজ শর্মা ব্যারাকপুরে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া এছাড়া পুলিশের উচ্চ আধিকারিকরা। তারপরই মনোজ তিওয়ারি ও আসন্ন বিশ্বকাপ নিয়ে সৌরভ বলেন,”মনোজ তিওয়ারী বাংলার অসাধারণ ক্রিকেটার তার এই অবসর বাংলা ক্রিকেটের অনেকটাই ক্ষতি হল। আসন্ন বিশ্বকাপে টিম ইন্ডিয়া ভালো ফল করবে”।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: সময় লেগেছিল ২১ বছর! টেস্ট ক্রিকেটে প্রথম ছয় কে মেরেছিলেন? উত্তর অজানা অনেকের
প্রসঙ্গত, ভারতীয় দলের জার্সিতে ১২টি একদিনের ম্যাচ খেলেছেন মনোজ তিওয়ারি। করেছেন ২৮৭ রান করেছেন। দেশের হয়ে একটি সেঞ্চুরি রয়েছে তাঁর। টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৫ রান। আইপিএলে তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ঘরোয়া ক্রিকেটে করেছেন ৯ হাজারের উপর রান। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে পা রাখেন মনোজ। তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। মন্ত্রী হওয়ার পরও খেলা চালিয়ে গিয়েছিলেন মনোজ। তবে এবার তিনি কেরিয়ারে ইতি টানলেন। বাংলার হয়ে রঞ্জি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল মনোজের।