সেই সময় বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কও তলানিতে গিয়ে ঠেকেছিল। এই বিষয়ে দাদাগিরিতে আলোচনা উঠলে সৌরভ বলেন”অনেকে মনে করলেও সত্যিই আমি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাইনি। বিরাট কোহলি টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিল। আমি কোহলিকে বলি যখন তুমি টি-২০ ক্রিকেট করবে না তখন হোয়াইট বলে অধিনায়কত্বটাই ছেড়ে দাও। কজন হোয়াইট বল আর আরেকজন রেড বল ক্যাপ্টেন হোক।”
advertisement
বিরাট কোহলিকে পুরোপুরি অধিনায়কত্ব থেকে সরানোর পিছনে যেমন তাঁর হাত নেই বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে কোহলির ছাড়ার পর রোহিত শর্মাকে সব ফর্ম্যাটে অধিনায়কত্ব করার জন্য রাজি করানোর পিছনে তাঁর কিছুটা হাত আছে বলে জানিয়েছেন সৌরফ। দাদাগিরিতে সৌরভ বলেন,”হ্যাঁ রোহিতকে ক্যাপ্টেন করার ক্ষেত্রে আমার কিছুটা চাপ ছিল। ও সব ফরম্যাটে অধিনায়ত হত চইছিল না। তাই কিছুটা হয়তো হাত আছে। মনে রাখবে যে যত বড়ই অ্যাডমিনিস্ট্রেটর হোক, মাঠে ভালো খেলে খেলোয়াড়রাই।”
তবে, সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের মন্তব্য জানালেও বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতন রয়েছে কিনা তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েই গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সৌরভকে আর ফলো করেন না কোহলি। গতবার আইপিএলের সময়ও সৌরভের সঙ্গে দূরত্ব বজায় রাখতে দেখা গিয়েছিল কোহলিকে। তবে এই বিষয়ে উভয়ই কোনও মন্তব্য করেননি এখনও।