বৃহস্পতিবার একটি বেসরারি ব্য়াঙ্কের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সেখানে যে বিসিসিআই ও সৌরভের পদ খোয়ানো নিয়ে প্রশ্ন উঠবে সেটাই স্বাভাবি ছিল। বিসিসিআই সভাপতি হিসেবে তার সাফল্য়ের পাশাপাশি জীবনে সফল হওয়ার উপায় সবকিছু নিয়েই অনুষ্ঠানে অকপট উত্তর দিলেন সৌরভ। জীবনের একটা সময় এসে জীবনের সকলকেই প্রত্য়াখ্য়াত হতে হয় বলেও জানান সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
advertisement
প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, 'নিজের উপর বিশ্বাস রাখা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রত্যেককেই জীবনে পরীক্ষায় বসতে হয়, প্রত্যাখ্যাত হতে হয়। তবে নিজের উপর বিশ্বাস কখনও বদলায় না।' এছাড়া নিজের ভবিষ্য় নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে সৌরভ বলেন,'সবাই শেষটাই দেখে। কিন্তু বোঝার চেষ্টা করে না যে আমাদের সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। প্রশাসক হিসাবে হয়তো আমার এখানেই ইতি। এখন হয়তো আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও শূন্য থেকে শুরু করতে হবে।'
তবে বিসিসিআই সভাপতি হিসেবে নিজের সাফল্য়ের খতিয়ানও তুলে ধরেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। দিন-রাতের টেস্ট ম্য়াচ থেকে শুরু করে কোভিডের সময় সাফল্য়ের সঙ্গে আইপিএল আয়োজন, কমনওয়েলথ গেমস ক্রিকেটে মেয়েদের রুপো জয়, বিদেশের মাটিতে ভারতীয় দলের সাফল্য় সবকিছুই এদিনের অনুষ্ঠানে তুলে ধরেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
বিসিসিআই থেকে বিদায় ঘন্টা বাজার পর সৌরভের ভবিষ্য়ৎ কী হতে চলেছে তা নিয়ে সকলের মনেই জল্পনা চলছিল। আগামিতে কী করতে চলেছে দাদা তা নিয়ে কৌতুহলও ছিল। ভবিষ্য়ৎ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেও খোলাসা করে কিন্তু কিছুই বলেননি সৌরভ।