একজন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ অন্যজন আর কেউ নন, স্বয়ং কন্যারত্ন সানা গঙ্গোপাধ্যায় ৷ বর্তমান বিসিসিআই প্রধান মহারাজও যে নিজের মেয়ের বুদ্ধিমত্তার কাছে প্রায়শই নাকানিচোবানি খাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না ৷ এর আগেও বাবার ছবিতে কমেন্ট, পাল্টা কমেন্ট করে সৌরভকে পর্যুদস্তু করার ক্ষমতা দেখিয়েছিলেন সানা ৷ ফের সোশ্যাল মিডিয়ায় সৌরভের পোস্ট করা ছবিতে দুষ্টুমিতে ভরা কমেন্ট করলেন সদ্য আঠারোর গন্ডী পেরনো সানা ৷ ব্যাস আর যায় কোথায় ৷ দাদার ছবিতে সানার সেই কমেন্ট মুহূর্তে আলোচনার কেন্দ্রে উঠে আসে ৷ অনেকে এই ছবি নিয়ে সৌরভকে ট্রোলও করেন ৷ কেউ কেউ আবার দারুণ মজার মজার কথা লিখে দেন সৌরভের ওই ছবির নীচে ৷
advertisement
সম্প্রতি ট্যুইটারে নিজের একটি ছবি পোস্ট করে দাদা লেখেন, ‘রবিবার কাজ করতে আমি একদম পছন্দ করি না ৷’ এর নীচে সানার কমেন্ট, ‘ভাবুন, যাঁরা কোনও কাজ করছেন না, ১২টা পর্যন্ত বিছানায় শুয়ে আছেন ৷ তাঁরা বাবার পথেই এগোচ্ছেন ৷’