এরপরই বিভিন্ন সংবাদমাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ায় সৌরভের বিজেপি শাসিত রাজ্যের পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসডর হওয়া নিয়ে বিভিন্ন রকম খবর এবং মন্তব্য প্রকাশিত হতে থাকে। বিভিন্ন মাধ্যমে এর পিছনে সৌরভের রাজনীতির যোগদান জল্পনাও উস্কে দেওয়া হয়।
আরও দেখুন
অতীতেও বিভিন্ন সময় সৌরভকে নিয়ে রাজনৈতিক যোগদানের বিষয় তুলে আনা হয়েছিল। কিন্তু প্রত্যেকবারই সৌরভ তা নস্যাৎ করে দিয়েছেন। বিভিন্ন সময়ে সৌরভ জানিয়েছেন, কোন যুক্তি ছাড়াই অযথা তাঁকে নিয়ে রাজনীতিকরণ করা হয়। এবারও ত্রিপুরা রাজ্যের পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসডার হওয়ার খবর প্রকাশিত হতেই মহারাজকে নিয়ে রাজনৈতিক জল্পনা এবং চর্চা শুরু হয়। যদিও পুরো বিষয়টিতেই জল ঢেলে দিয়েছেন স্বয়ং মহারাজ।
advertisement
আরও দেখুন
আলাদা করে এই নিয়ে কিছু না বললেও ত্রিপুরা রাজ্যের পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসডার হওয়া নিয়ে নিউজ18 বাংলাকে সৌরভ জানান, ‘‘কয়েক মাস আগে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবেই তিনি রাজি হয়েছেন। পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবেই কাজ করবেন।”
তবে বিভিন্ন মহলে সৌরভের বিজেপি রাজ্যে পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসডর সংক্রান্ত প্রশ্ন উঠছে শুনে তাতে রীতিমতো বিরক্ত মহারাজ। তিনি স্পষ্ট করে দেন এর মধ্যে কোনরকম রাজনীতির যোগ নেই। অযথা কেন রাজনীতি যোগ খোঁজা হচ্ছে সেই নিও প্রশ্ন তোলেন তিনি।
অতীতে বিভিন্ন সময় ভারতের বিভিন্ন রাজ্যে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া থেকে ঋষভ পন্থ- বলিউড থেকে ক্রিকেট দুনিয়ার তারকারা বিভিন্ন রাজ্যের ব্র্যান্ডিং এ সঙ্গে যুক্ত হয়েছেন। সেরকমই ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ডিং এর সঙ্গে যুক্ত হয়েছেন সৌরভ। জুন মাসের শুরুতে লন্ডন যাচ্ছেন ছুটি কাটাতে মহারাজ। তারপর ফিরে আসার পর লিখিত চুক্তি হবে। তবে কত বছরে চুক্তি তা এখনও স্পষ্ট নয় কোন তরফ থেকেই।
সূত্রের খবর, ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ডিং সংক্রান্ত ছোট তথ্যচিত্র কিংবা হোডিং, বিজ্ঞাপন তৈরি করা হবে। ছোট রাজ্য হলেও দেশ-বিদেশের পর্যটকদের কাছে ত্রিপুরার আকর্ষণ বাড়িয়ে তোরাই লক্ষ্য পর্যটন দফতরের। ত্রিপুরার ভাষা সংস্কৃতি থেকে খাদ্যাভাস সবটাই প্রায় একই রকম পশ্চিমবঙ্গের মতো। তাই দেশের আইকন বাঙালির গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাঁরা নির্বাচিত করেছেন পর্যটন শিল্পের ব্র্যান্ডিংয়ের জন্য। এই প্রথম ত্রিপুরার পর্যটন দফতরের কোনও ব্র্যান্ড অ্যাম্বাসডর নিযুক্ত হলেন কেউ। সৌরভকে ত্রিপুরাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পর্যটন দফতরের।
ERON ROY BURMAN