TRENDING:

Sourav Ganguly: ফের চমক সৌরভ গঙ্গোপাধ্যায়ের! ক্রিকেট লিগে নতুন দলের মালিক ও মেন্টর হলেন দাদা

Last Updated:

Sourav Ganguly: আরও এস ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কেরিয়ারে শুরু করলেন আরও এক নতুন অধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরও এস ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের তৃতীয় মরশুমে টাইগার্স অফ কলকাতা দলের কো-ওনার ও মেন্টর হিসেবে যুক্ত হলেন সৌরভ। আগামী ৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সুরাটের লালাভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার সঙ্গ সৌরভের যুক্ত হওয়া শুধু ফ্র্য়াঞ্চাইজির নয়, প্রতিযোগিতাতেও নতুন মাত্রা যোগ করবে।
News18
News18
advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ টাইগার্স অফ কলকাতার দল পরিচালনার ক্ষেত্রে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। মেন্টর হিসেবে তিনি শুধু ম্যাচ কৌশল বা পারফরম্যান্সের দিকেই নজর দেবেন না, বরং খেলোয়াড়দের মানসিকতা, শৃঙ্খলা ও ধারাবাহিক উন্নতির পথ তৈরি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে অর্জিত অভিজ্ঞতা এই দলকে আলাদা পরিচয় দিতে সাহায্য করবে।

advertisement

আইএসপিএলের টি-১০ টেনিস-বল ফরম্যাট মূলত গলি ক্রিকেটের চেতনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যেখানে দ্রুত সিদ্ধান্ত, স্বাভাবিক প্রতিভা এবং সাহসী শট খেলার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফরম্যাটের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবনের শিকড়ের মিল রয়েছে। তাঁর লক্ষ্য হলো রাস্তার ক্রিকেটে বেড়ে ওঠা প্রতিভাবান খেলোয়াড়দের একটি সুসংগঠিত ও টেকসই ক্রিকেটিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা, যাতে তারা ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে পারে।

advertisement

আরও পড়ুনঃ T20 World Cup: ১০০ টাকায় ইডেনে দেখা যাবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ! বড় চমক দিল সিএবি

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

এই নতুন ভূমিকা নিয়ে সৌরভ নিজেও উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, টেনিস-বল ক্রিকেট বিশেষ করে পূর্ব ভারত ও কলকাতায় অত্যন্ত জনপ্রিয় এবং এটি মূলত ক্রিকেটের তৃণমূল স্তরের প্রতিনিধিত্ব করে। খেলোয়াড়দের স্বাভাবিক দক্ষতাকে ম্যাচ-জয়ী অভ্যাসে রূপ দেওয়া এবং তাদের উন্নতির জন্য একটি স্পষ্ট পথ তৈরি করাই তাঁর প্রধান লক্ষ্য। তাঁর মতে, উন্নতির জন্য প্রয়োজন বিশ্বাস, ধৈর্য এবং সঠিক দিকনির্দেশনা। তাঁর উপস্থিতি টিইগার্স অব কলকাতাকে শুধু আইএসপিএলে নয়, ভবিষ্যতের ক্রিকেট প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রেও একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: ফের চমক সৌরভ গঙ্গোপাধ্যায়ের! ক্রিকেট লিগে নতুন দলের মালিক ও মেন্টর হলেন দাদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল