ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জামাকাপড়ের এক্সক্লুসিভ ব্র্যান্ড লঞ্চে দেখা দিলেন পায়জামা-পাঞ্জাবিতে সৌরভের নতুন ব্র্যান্ডের নাম এখন ‘সৌরাগ্য’। সাধারণের কেনার ক্ষমতার মধ্যেই সৌরাগ্যের পোশাকের দাম রাখা হয়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুন– https://youtube.com/shorts/Hxq9mcL3pcI?si=oL1R3sl4j_9yOtxw
advertisement
সাবেকিয়ানা থেকে সাহেবি সবেতেই হিট সৌরভ। তবে বাঙালি ধুতি-পাঞ্জাবি নয়, পায়জামা-পাঞ্জাবিতেই বেশি পছন্দ করেন মহরাজ। তাতেই স্বচ্ছন্দ বোধ করেন। অনুষ্ঠানের উদ্বোধনে সৌরভ বলেন, ‘‘ধুতি আমি বিয়ের সময় পরেছিলাম। তারপর এই পোশাক বিপণির শ্যুটিংয়ে। আমি পুজোর সময় পাঞ্জাবি-পায়জামাই বেশি পরি।’’
আরও পড়ুন– দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
ইতিমধ্যেই দ্বিতীয় বার সিএবি-র সভাপতি হওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি। তাঁর বিরুদ্ধে কেউ প্রার্থী হননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার শীর্ষ পদে ফিরছেন সৌরভ। দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ার পর সৌরভ আবার শীর্ষ পদে এলেন।