TRENDING:

Sourav Ganguly in Ramp Walk: র‍্যাম্প ওয়াকেও মাতিয়ে দিলেন সৌরভ ! পুজোর আগেই নতুন চমক মহারাজের

Last Updated:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই নতুন উদ্যোগে রয়েছে খাস বাঙালিয়ানার ছোঁয়া। কারণ ব্র্যান্ডের মূল লক্ষ্যই হল বাঙালির এথনিক সাজকে দেশ-বিদেশে পৌঁছে দেওয়া। শাড়ি, পাঞ্জাবি, কুর্তা—সবকিছুর মধ্যেই মিশে থাকবে বাংলার ঐতিহ্যের স্পর্শ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পুজোর আগেই নতুন চমক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক নিজের জামাকাপড়ের এক্সক্লুসিভ ব্র্যান্ড লঞ্চ করলেন সোমবার। ব্র্যান্ড লঞ্চ ইভেন্টে জাঁকচমকপূর্ণ পোশাকে মডেলদের সঙ্গে র‌্যাম্পে হাঁটলেন সৌরভ নিজেও। এমন ‘ফ্যাশনেবল এথনিক পোশাক’ গায়ে দিয়ে নিজেকে যেন নতুনভাবে খুঁজে পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক পা রেখেছেন আরও এক নতুন মাঠে। বাজারে এনেছেন নিজের নতুন ফ্যাশন ব্র্যান্ড 'সৌরাগ্য'। সেই অনুষ্ঠানের পরই পাকিস্তান টিমের পারফরম্যান্সের সমালোচনা করেন দাদা।
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক পা রেখেছেন আরও এক নতুন মাঠে। বাজারে এনেছেন নিজের নতুন ফ্যাশন ব্র্যান্ড 'সৌরাগ্য'। সেই অনুষ্ঠানের পরই পাকিস্তান টিমের পারফরম্যান্সের সমালোচনা করেন দাদা।
advertisement

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জামাকাপড়ের এক্সক্লুসিভ ব্র্যান্ড লঞ্চে দেখা দিলেন পায়জামা-পাঞ্জাবিতে সৌরভের নতুন ব্র্যান্ডের নাম এখন ‘সৌরাগ্য’। সাধারণের কেনার ক্ষমতার মধ্যেই সৌরাগ্যের পোশাকের দাম রাখা হয়েছে।

আরও পড়ুন– বেকার ছেলেকে বিয়ে করতে রাজি ‘কোটিপতি’ তানিয়া মিত্তল ! রান্না করতে, পা টিপে দিতেও তাঁর আপত্তি নেই

ভিডিও দেখতে ক্লিক করুন–  https://youtube.com/shorts/Hxq9mcL3pcI?si=oL1R3sl4j_9yOtxw

advertisement

সাবেকিয়ানা থেকে সাহেবি সবেতেই হিট সৌরভ। তবে বাঙালি ধুতি-পাঞ্জাবি নয়, পায়জামা-পাঞ্জাবিতেই বেশি পছন্দ করেন মহরাজ। তাতেই স্বচ্ছন্দ বোধ করেন। অনুষ্ঠানের উদ্বোধনে সৌরভ বলেন, ‘‘ধুতি আমি বিয়ের সময় পরেছিলাম। তারপর এই পোশাক বিপণির শ্যুটিংয়ে। আমি পুজোর সময় পাঞ্জাবি-পায়জামাই বেশি পরি।’’

আরও পড়ুন– দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

সেরা ভিডিও

আরও দেখুন
বিপ্লবীরা এখানে তৈরি করতেন স্বাধীনতার রণনীতি, আজ সেই মন্দিরই ভক্তিপীঠ, মা কালীর অর্চনা হয়
আরও দেখুন

ইতিমধ্যেই দ্বিতীয় বার সিএবি-র সভাপতি হওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি। তাঁর বিরুদ্ধে কেউ প্রার্থী হননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার শীর্ষ পদে ফিরছেন সৌরভ। দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ার পর সৌরভ আবার শীর্ষ পদে এলেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly in Ramp Walk: র‍্যাম্প ওয়াকেও মাতিয়ে দিলেন সৌরভ ! পুজোর আগেই নতুন চমক মহারাজের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল