সৌরভ গঙ্গোপাধ্যায়ের জিন পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে কল্যাণীতে। জানা যাচ্ছে, চিকিত্সকরা জানতে চাইছেন, বিসিসিআই সভাপতি ওমিক্রন ভ্যারিয়েন্ট-এ আক্রান্ত হয়েছেন কি না!
advertisement
শুক্রবার বিকেল নাগাদ কল্যাণী থেকে রিপোর্ট আসবে। তার পরই জানা যাবে, সৌরভ আদৌ ওমিক্রনে আক্রান্ত কি না! সেই রিপোর্ট পাওয়ার পরই চিকিত্সকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
কবে নাগাদ সৌরভ গঙ্গোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছাড়া হবে, তা নিয়ে কোনও আপডেট এথনও পর্যন্ত নেই। তবে মনে করা হচ্ছে, শুক্রবার রিপোর্টের উপর অনেক কিছু নির্ভর করছে।
ইতিমধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়ি স্যানিটাইজ করেছে কলকাতার পুরসভা। সৌরভ আক্রান্ত হলেও তাঁর স্ত্রী ডোনা ও মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন চলতি বছরের শুরুর দিকেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন 'মহারাজ'। বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্টও বসাতে হয়। তাই করোনা আক্রান্ত হওয়ার পর কোন রকম ঝুঁকি না নিয়ে, তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার শুটিংয়ের মাঝে অসুস্থ বোধ করেন মহারাজ। তার পর করোনা টেস্ট করান। দুবারই রিপোর্ট পজিটিভ আসে।