নিজের দীর্ঘ কেরিয়ারে ভারতীয় দলে খেলা ও অধিনায়কত্বের দায়িত্ব সামলানো থেকে সিএবি সভাপতি, বিসিসিআই সভাপতির মত পদের দায়িত্ব সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। আগামীতে আরও বড় কিছু করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সৌরভ। বন্ধন ব্যাঙ্কের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলেন, ‘‘সবাই শেষটাই দেখে।
কিন্তু বোঝার চেষ্টা করে না যে আমাদের সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। প্রশাসক হিসাবে হয়তো আমার এখানেই ইতি। এখন হয়তো আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও শূন্য থেকে শুরু করতে হবে।’’ নিজের ভবিষ্য়ৎ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেও, আগামী দিনে সঠিক কী করতে চলেছেন তা খোলসা করে বলেননি সৌরভ।
advertisement
এছাড়া কঠিন সময়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে কীভাবে কাজ করেছেন সেই কথাও বলেছেন অনুষ্ঠানে। বলেছেন, ‘‘আমি এমন একটা দলকে নেতৃত্ব দিয়েছি যেখানে সবাই অধিনায়ক হতে পারত। যেমন সচিন, রাহুল, ভিভিএস। কিন্তু আমাকে অধিনায়ক নির্বাচিত করা হয়, যাতে আমি ওদের নেতা বানাতে পারি, আবার সঠিক পথে চালনাও করতে পারি।’’
এর পাশাপাশি বিসিসিআই সভাপতি হিসেবে নিজের সাফল্য়ের খতিয়ানও তুলে ধরেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। দিন-রাতের টেস্ট ম্য়াচ থেকে শুরু করে কোভিডের সময় সাফল্য়ের সঙ্গে আইপিএল আয়োজন, কমনওয়েলথ গেমস ক্রিকেটে মেয়েদের রুপো জয়, বিদেশের মাটিতে ভারতীয় দলের সাফল্য় সবকিছুই এদিনের অনুষ্ঠানে তুলে ধরেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়।