লর্ডস টেস্ট দেখে উঠে সৌরভের উপলব্ধি, টেস্ট ক্রিকেটের এটাই মজা। যাঁরা এই ফরম্যাট উঠে যাবেন বলে দাবি তোলেন, তাঁদের জন্য মহারাজের বার্তা, ‘কোনওদিনই নয়।’
সৌরভ এদিন বললেন, ”জেমি স্মিথের উইকেট খুব গুরুত্বপূর্ণ ছিল। ওটাই টার্নিং পয়েন্ট ম্যাচের। ও যখন আউট হয়েছে, তখনই ভারত জিতে গেছে। এই উইকেটে ব্যাট করার সহজ নয়। আসলে চার উইকেট নয়, তিনটে উইকেটে নেওয়ার দরকার ছিল। কারণ ওকস ইনজুরি নিয়ে নেমেছিল।”
advertisement
আরও পড়ুন- যৌনতায় মগ্ন ভারতীয় সমর্থক, গ্যালারিতেই এমন কাণ্ড! ভারত-ইংল্যান্ড ম্যাচে চাঞ্চল্যকর ঘটনা
সৌরভ আরও বলেন, ”একজনের প্রশংসা করতেই হবে। মহম্মদ সিরাজ। ডার্ক হর্স। সিরিজের পর সিরিজ যেভাবে পারফর্ম করছে, সেটা সব প্রশংসার ঊর্ধ্বে। সবাই যখন চোট পায়, সবাই বেরিয়ে যায়, সিরাজ একা দাঁড়িয়ে থাকে। সিরাজের লড়াইকে কুর্নিশ। অসাধারণ সিরিজ, গোটা দলকে শুভেচ্ছা। তরুণ অধিনায়ক গিল যেভাবে পারফর্ম করল, সেটা আউটস্ট্যান্ডিং। তরুণ টিম এত ভাল খেলেছে, দেখে খুব ভাল লাগছে। আমি আগেই বলেছি, বিরাট-রোহিতরা না থাকলেও ভারতীয় দল ভাল পারফর্ম করবে। সময় কারও জন্য থমকে থাকে না।”
প্রথমবার অধিনায়ক, তাও ইংল্যান্ডের মাটিতে দায়িত্ব দিয়ে শুরু করলেন গিল। কেমন দেখলেন? মহারাজের বক্তব্য, ”ইংল্যান্ডও তো তরুণ দল। তবে ভারতের প্রশংসা করতেই হবে। আমি সিরিজের শুরুতেই বলেছিলাম, গিলের এত ভাল ফুটওয়ার্ক কোনদিনও দেখিনি। অসাধারণ খেলেছে ও। ক্যাপ্টেন এবং গম্ভীরকে শুভেচ্ছা। তবে আবারও বলছি সিরাজের ফিটনেস অবিশ্বাস্য।”
সৌরভ কিন্তু বরাবর টেস্ট ক্রিকেটের পক্ষে ভোট দিয়ে এসেছেন। এদিন আরও একবার বললেন, ”টেস্ট ক্রিকেটের জয়। টেস্ট ক্রিকেট সবার সেরা। এটাই বেস্ট ফরম্যাট।”